• ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ , ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

মৌলভীবাজারে ভোক্তা অধিকার আইনে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

admin
প্রকাশিত জুন ২৯, ২০১৮

নিজস্ব প্রতিনিধি: মৌলভীবাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখতে বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে  ২৬ জুন সদর উপজেলার বিভিন্ন স্থানে বাজার মনিটরিংমূলক অভিযানে ক্রয় ভাউচার সংগ্রহ না করা, অল্প মাছ রেখে বেশি মাছ দেখানোর জন্য মাছ বিক্রির পাত্র মাঝখানে উচু করে ক্রেতার সাথে প্রতারণা করা, মূল্য তালিকা না রেখে বেশি দাম নেয়া, মুরগী দোকানের সামনে মুরগীর ময়লা আবর্জনা ফেলে পরিবেশ দূষণ করাসহ বিভিন্ন অপরাধে টিসি মার্কেট লায়েস মিয়ার সবজির দোকানকে ৫শ টাকা, পশ্চিমবাজার রুবেল মিয়ার মাছের দোকানকে ১ হাজার টাকা, জুয়েল পোল্ট্রি লেয়ার হাউজকে ১ হাজার টাকা, মেসার্স মোশাররফ এন্টারপ্রাইজকে ১ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এসময় মাছ ব্যবসায়ীর কাছ থেকে কিছু মাছ রাখার পাত্র জব্দ করা হয়। বন্যার কারণে মালামাল কম আসছে এ ধরনের মিথ্যা কথা বলে যেন কোন ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম না বাড়ায় তার জন্য ব্যবসায়ীদের নির্দেশ দেয়া হয়। অভিযানের সহযোগীতায় ছিলেন- জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, রোকেয়া চৌধুরী, মৌলভীবাজার চেম্বার অব কমার্সের পরিচালক মাহিম দে ও সদর মডেল থানার পুলিশ ফোর্স।