• ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ , ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরতরা ফের পিটুনির শিকার হয়েছেন

admin
প্রকাশিত জুলাই ৩, ২০১৮

অনলাইন ডেস্ক : গত শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলন করতে গিয়ে পিটুনির শিকার হন আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক হাসান আল মামুন ও যুগ্ম আহ্বায়ক নূরুল হক নূর।
ঢাকার পর চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়েও কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের কর্মসূচিতে হামলা চালিয়ে মারধর করা হয়।

সোমবার সারা দেশে বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় কলেজে বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে ঢাকার আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিলেন। কিন্তু সেখানে ছাত্রলীগ কর্মীদের উপস্থিতি দেখে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতারা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জড়ো হতে শুরু করেন।

বেলা সোয়া ১১টার দিকে কয়েকজন আন্দোলনকারী জাতীয় শহীদ মিনার চত্বরে ব্যানার নিয়ে দাঁড়ালে একদল যুবক দৌড়ে এসে তাদের ওপর চড়াও হয় এবং বেধড়ক মারধর শুরু করে। হামলাকারীদের মধ্যে ছাত্রলীগের নেতাকর্মীদেরও দেখা যায়।