• ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

‘আলহাজ্ব সৈয়দ আবদুর রহমান ও সুফিয়া রহমান ওয়েলফেয়ার এন্ড এডুকেশন  ট্রাষ্ট’এর বন্যা পরবর্তি আর্থিক সহায়তা প্রদান

admin
প্রকাশিত জুলাই ১০, ২০১৮

শাহনেওয়াজ চৌধুরী সুমন: টানা বর্ষণ ও উজানের ঢলে গত ১২ জুন মঙ্গলবার থেকে কমলগঞ্জে ধলাই নদীর বাঁধ ভেঙ্গে বন্যার সৃষ্টি হয় । পর্যায়ক্রমে ধলাই ও মনু নদীর একাধিক স্থানে বাঁধ ভেঙ্গে স্মরণকালের ভয়াবহ বন্যার সৃষ্টি হয় । বন্যায় ১৪৫টি গ্রাম প্লাবিত হয় এবং  প্রায় দেড় লাখ মানুষ তখন আকস্মিক বন্যায় পানিবন্দি হয়ে পড়েন। বন্যা পর এসব এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি পরিলক্ষিত হয় । তাই পতনউষার ইউ.পি’র  বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় দুস্থদের পাশে দাঁড়াতে বন্যা পরবর্তি আর্থিক সহায়তা প্রদান এর লক্ষ্যে “আলহাজ্ব সৈয়দ আব্দুর রহমান ও সুফিয়া রহমান ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাষ্ট” এর অর্থায়নে ও “মরহুম সৈয়দ আব্দুর রহমান মাস্টার স্মৃতি পরিষদ”এর সহযোগীতায় অদ্য ১০ জুলাই বিকেল ৪ ঘটিকায় স্থানীয় আহমদ নগর দাখিল মাদ্রাসায় ৩০ টি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয় । উল্লেখ্য পারিবারিকভাবেও এই প্রতিষ্ঠানের মাধ্যমে আরো ২০ টি পরিবারকে সর্বমোট ৫০টি বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারকে এই সহায়তা প্রদান করা হয় ।উক্ত আর্থিক সহায়তা প্রদান কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিআরডিবি চেয়ারম্যান জনাব ইমতিয়াজ আহমেদ বুলবুল । আহমদ নগর দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সম্মানীত সভাপতি বদরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উক্ত মাদ্রাসার সম্মানীত সুপার মাওলানা কাজী আলম চৌধুরী, মোঃ পংকি মিয়া,পতনঊষার ইউনিয়নের সম্মানীত ইউ.পি সদস্য ময়নুল ইসলাম রিপন ও ইউ.পি সদস্য মোঃ আব্দুল কদ্দুস, “মরহুম সৈয়দ আব্দুর রহমান মাস্টার স্মৃতি পরিষদ” এর সম্মানীত সভাপতি জনাব শাহনেওয়াজ চৌধুরী সুমন,‌ সাংবা‌দিক পিন্টু রঞ্জন দেবনাথ ও মিজান রহমান , মিজান আনসারী, কয়সর মিয়া,আলী আহমদ তাজসহ “মরহুম সৈয়দ আব্দুর রহমান মাস্টার স্মৃতি পরিষদ” এর সকল কার্যকরী সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ।  

প্রধান অ‌থি‌তি উনার বক্ত‌ব‌্য‌ে বলেন ‘মানুষ মানুষ এর জন্য, তাই মানবতার ডা‌কে সাড়া দি‌য়ে সৈয়দ সো‌হেল আহমদ সুদূর প্রবাস থে‌কেও নিজ এলাকার মা‌টি ও মানু‌ষের জন্য সু‌খে দুঃ‌খে পা‌শে থাকার কথা ভা‌বেন ।’ এছাড়াও তি‌নি “‌সৈয়দ আব্দুর রহমান এন্ড সু‌ফিয়া রহমান ও‌য়েল ফেয়ার এন্ড এডু‌কেশন ট্রাষ্ট” এর নানামুখী কর্মকা‌ন্ডের প্রসংসা ক‌রেন ।

মহৎ ক‌র্মের প্রয়াসে কমলগঞ্জ উপজলোর পতন উষা ইউ.পি তে গড়ে ওঠা একটি শিক্ষা ও সমাজ কল্যাণমূলক সংস্থার নাম ‘আলহাজ্ব সৈয়দ আবদুর রহমান ও সুফিয়া রহমান  ওয়লেফয়োর এন্ড এডুকশেন ট্রাষ্ট’। সেবামূলক এই সংস্থাটি গত২০১২ ইং থেকে নিয়মিত এলাকার দুস্থ ও অসহায় মানুষরে মধ্যে শীত বস্ত্র বিতরণসহ নগদ অর্থ প্রদান সহায়তা র্কাযক্রম নিয়মিত পরিচালনা করে আসছে। শিক্ষা ও সমাজ কল্যাণমূলক এই সংস্থটির প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী এইচ.এস.বি.সি ব্যাংক র্কমর্কতা জনাব সৈয়দ সোহেল আহমদ  উক্ত এলাকারই দরগাহপুর গ্রামের প্রয়াত আলহাজ্ব সৈয়দ আবদুর রহমান ও সুফিয়া রহমানের সুযোগ্য সন্তান।  মূলত বাবা-মায়রে আত্মার মাগফেরাত ও এলাকার দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে সূদূর প্রবাসে থেকেও এককভাবে নিজ উদ্দেগ্যেসংস্থটির  র্কাযক্রম নিয়মিত পরিচালনা ক‌রে আস‌ছেন ।

 উল্লখ্যে ‘আলহাজ্ব সৈয়দ আবদুর রহমান ও সুফিয়া রহমান  ওয়লেফয়োর এন্ড এডুকশেন ট্রাষ্ট’ এর পূর্বেও উক্ত আহমদ নগরদাখিল মাদ্রাসায় আসবাবপত্র প্রদান ছাড়াও প্রতিবছর অসহায় দরদ্রি মেধাবী ছাত্র-ছাত্রীদেরমধ্যে মেধা বৃত্তি প্রদানসহ “আলহাজ্ব সুফিয়ারহমান স্মৃতি পাঠাগার” নামে মাদ্রাসা ছাত্র-ছাত্রীদের প্রয়োজনীয় একটি পাঠাগারও স্থাপন করে । যা ছাত্র-ছাত্রীদের জ্ঞান র্চচায় গুরুত্বপূণ ভূমিকা রাখছে। 

 
হাবিবুল ইসলাম ইমন এর সঞ্চলনায় ও সবার সহযোগীতায় সুষ্ঠভাবে ‘আলহাজ্ব সৈয়দ আবদুর রহমান ও সুফিয়া রহমান  ওয়লেফয়োর এন্ড এডুকশেন ট্রাষ্ট’ এর ‘আর্থিক সহায়তা প্রদান’ কার্যক্রম সু সম্পন্ন হয় । অত:পর মাদ্রাসা সুপার মাওলানা কাজী আলম চৌধুরীর  দোয়া পরিচালনা করার মাধ্যমে অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করা হয়।