• ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ , ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

মৌলভীবাজারে বঙ্গবীর আতাউল গনি ওসমানীর জন্ম শতবার্ষিকী উদযাপন

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২, ২০১৮

ষ্টাফ রিপোর্টার: ১লা সেপ্টেম্বর ২০১৮ ইং শনিবার বিকাল সাড়ে ৪ ঘটিকায় মৌলভীবাজার শিল্পকলা একাডেমী মিলনায়তনে ১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সর্বাধিকনায়ক বঙ্গবীর জেনারেল মরহুম আতাউল গনি ওসমানী সাহেবের জন্মশত বার্ষিকী উপলক্ষে বঙ্গবীর আতাউল গনি ওসমানীর জন্ম শতবার্ষিকী উদযাপন পরিষদের আহ্বায়ক জনাব বকসী ইকবাল আহমদ এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি বিশিষ্ট আইনজীবী বাবু শান্তি পদ ঘোষ; বিশিষ্ট সাহিত্যিক ও গবেষক এডভোকেট সৈয়দ জয়নাল আবেদীন;প্রেস ক্লাব মৌলভীবাজার এর সাবেক সভাপতি ও সাপ্তাহিক জন প্রত্যাশা পত্রিকার সম্পাদক ডা. সাদিক আহমদ; মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রমা পদ ঘোষ; জাতীয় পার্টি মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি জনাব সৈয়দ সাহাবউদ্দিন আহমদ, বীর মুক্তিযোদ্ধা দেওয়ান আবুল খয়ের, অধ্যাপক জনাব মোঃ ইকবাল, জনাব এডভোকেট কামরেল আহমদ চৌধুরী, হাফিজা খাতুন গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক মিসেস রাশেদা খানম সহ প্রমুখ। সভা পরিচালনা করেন এডভোকেট ভূষনজিৎ চৌধুরী মিলন; শিশু সংগঠক সাহাদাৎ হোসেন ও মাহমুদুর রহমান । বক্তাগন মুক্তিযোদ্ধের সর্বাধিনায়ক মরহুম জেনারেল আতাউল গনি ওসমানী সাহেবের পারিবারিক ঐতিহ্য, সহ মুক্তিযোদ্ধে তার গুরুত্বপূর্ণ ভূমিকা উল্লেখ করে দীর্ঘ বক্তব্য রাখেন এবং পাঠ্য পুস্তকে মুক্তিযোদ্ধের সর্বাধিনায়ক মরহুম জেনারেল এম.এ.জি ওসমানী সাহেবের কর্ম ও স্বাধীনতা যুদ্ধের অবদান সম্পর্কে ভবিষ্যত প্রজন্মদের অবগত করার লক্ষ্যে সরকার প্রতি অন্তভূক্তি করার জন্য অনুরোধ জ্ঞাপন করেন। এর আগে দুপুর দেড় ঘটিকায় হযরত শাহ মোস্তফা (র:) মাজার মসজিদে উনার আত্মার মাগফিনরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।