• ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সিলেটে সুষ্ঠু নির্বাচনের দাবিতে সুজন’র মানববন্ধন

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৩০, ২০১৮

সিলেট প্রতিনিধি: গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে মানববন্ধন করেছে সুজন- সুশাসনের জন্য নাগরিক সিলেট জেলা কমিটি। ‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্টি গণতন্ত্রের রক্ষাকবচ’ এই শ্লোগানকে সামনে রেখে শনিবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। তাই সঠিক প্রক্রিয়ায় জনপ্রতিনিধি নির্বাচন করতে হবে। এজন্য প্রয়োজন সুষ্ঠু নির্বাচনের। অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনই পারে জনগণের প্রকৃত মূল্যায়ন করতে। এজন্য আসনভিত্তিক রির্টানিং অফিসার নিয়োগ ও তাদের প্রয়োজনীয় ক্ষমতা প্রদান, ইলেকট্রোনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার, খেলাপী ঋণ পরিশোধের শর্ত শিথিল, প্রতিবন্ধকতা সৃষ্টিকারী কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকরী বাহিনীরসদস্যসহ সংশ্লিষ্টদের বদলির ক্ষমতা ইসির হাতে অর্পণ, অনলাইনে মনোনয়নপত্র দাখিলের বিধান সংযোজন, মনোনয়নপত্র গ্রহনের বিরুদ্ধে আপিলের সুযোগ রাখা ও ১২ ডিজিটের আয়কর সনদ জমা দেওয়ার বাধ্যবাধকতা সৃষ্টির দাবি জানানো হয়।

সুজন সিলেট জেলার সভাপতি ফারুক মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ও সম্পাদক অ্যাডভোকেট শাহ শাহেদার পরিচালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক ইকরামুল কবির, সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, অ্যাডভোকেট নীলেন্দু দেব, জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক শাহ দিদার আলম নবেল, জাতীয় মহিলা আইনজীবী সমিতির বিভাগীয় প্রধান অ্যাডভোকেট সৈয়দা শিরিন আক্তার, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম, বাংলাদেশ হিউম্যান রাইট্স জার্নালিস্ট কমিশনের সভাপতি ফয়সল আহমদ বাবলু, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, এসিড সন্ত্রাস নির্মূল কমিটির (এসনিক) সাধারন সম্পাদক জুরেজ আব্দুল্লা গুলজার।
এ সময় উপস্থিত ছিলেন, কবি একে শেরাম, সংস্কৃতিকর্মী অনিল কুমার সিংহ, সাকের আহমদ শিকদার, সাবেক ব্যংকার সালেহ আহমদ চৌধুরী, বাপার সিলেটের সাধারন সম্পাদক আব্দুল করিম কীম, একডোর নির্বাহী পরিচালক লক্ষীকান্ত সিংহ, সুজন’র সহ সম্পাদক মিজানুর রহমান,এথনিক কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (একডো) এর সমন্বয়কারি নোংপকলৈ সিনহা,
সদস্য ইউসুফ আলী, এস রীনা দেবী, অ্যাডভোকেট মুহিত লাল ধর, তাহমিনা রোজী, লায়ন মিসবাহ উদ্দিন, অ্যডভোকেট সৈয়দ কাওসার আহমদ, রোটারিয়ান দেলওয়ার খান, ব্রাক কর্মকর্তা বিভাস চন্দ্র তরফদার, মো. কায়েম উদ্দিন, অ্যাডভোকেট তমাল চন্দ্রনাথ, অ্যাডভোকেট কয়সর আহমদ, আব্দুল মুহিত চৌধুরী প্রমূখ।