• ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের উদ্যোগে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

admin
প্রকাশিত ডিসেম্বর ১৪, ২০১৮
মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের উদ্যোগে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি :  মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ই ডিসেম্বর সন্ধায় দৈনিক বাংলার দিন পত্রিকার অফিসে শহীদ বুদ্ধিজীবীদের ১মিনিট দাড়িয়ে নিরবতা পালনের মাধ্যমে দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং জেলা সাংবাদিক ফোরামের সভাপতি বকসি ইকবাল আহমদের সভাপতিত্বে ও দৈনিক বাংলাদেশের মৌলভীবাজার প্রতিনিধি এবং সাপ্তাহিক দেশ পক্ষের বার্তা সম্পাদক বেলাল তালুকদারের সঞ্চালনা আলোচনা সভাপতি অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ও হোয়াইট পার্ল কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ শাহজাহান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পাবলিক লাইব্রেরীর সম্পাদক ও মৌলভীবাজার প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম মুহিব, সাপ্তাহিক দেশ পক্ষের সম্পাদক ও জেলা সাংবাদিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি মউসুফ এ চৌধুরী, এড.হাফিজ আব্দুল আলীম হালিম। বক্তব্য রাখেন দীপ্ত নিউজের সম্পাদক দুরুদ আহমদ, দৈনিক আমাদের কন্ঠের জেলা প্রতিনিধি মশাহিদ আহমদ, দৈনিক মৌমাছি কন্ঠের স্টাফ রিপোর্টার সুধাংশ শেখর হালদার,সাপ্তাহিক অর্থকালের জেলা প্রতিনিধি শাহনেওয়াজ চৌধুরী সুমন, জয়যাত্রা টিভির স্টাফ রিপোর্টার ডা. জুয়েল আহমদ ফয়েজ। এছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক ঢাকা প্রতিনিধি ও বিডি জাগরণ ২৪ কমের সম্পাদক আবুল হায়দার তরিক ও দৈনিক বাংলার দিন পত্রিকার স্টাফ রিপোর্টার মেরাজ আলী প্রমূখ।
স্বাগত বক্তব্য রাখেন দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার স্টাফ রিপোর্টার ও ইউরো বাংলা ২৪ নিউজের ব্যুরো চীফ মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী। আলোচনা সভায় অতিথি বৃন্দ ১৯৭১ সালের ১৪ই ডিসেম্বর জাতীর সূর্য সন্তান চিকিৎসক, গবেষক, শিক্ষক, সাংবাদিক, সহ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীদের তালিকা তৈরী এবং পাঠ্যপুস্তকে তাদের পরিচয় নতুন প্রজন্মের কাছে শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের পরিচয় তুলে ধরার দাবী জানান। অতিথিরা বক্তব্যে সিলেট বিভাগের সকল শহীদ বুদ্ধিজীবীদের সনাক্ত করার জন্য সাংবাদিক ও দায়িত্বশীলদের কাজ করার আহবান করেন। সমাপনী বক্তব্যে দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং জেলা সাংবাদিক ফোরামের সভাপতি বকসি ইকবাল আহমদ আলোচনা সভায় সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন।