• ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ , ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হল জাতিতাত্ত্বিক বিশেষায়িত কর্মশালা ‘স্বরুপের সন্ধানে’

admin
প্রকাশিত জানুয়ারি ৫, ২০১৯
শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হল জাতিতাত্ত্বিক  বিশেষায়িত কর্মশালা ‘স্বরুপের সন্ধানে’

শ্রীমঙ্গল প্রতিনিধি :   মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে টিকরিয়া ও মনিপুরি পাড়ার শিক্ষার্থীদের অংশগ্রহনে জাতিতাত্ত্বিক লোকায়ত ও সংস্কৃতির বিশেষায়িত কর্মশালা ‘স্বরুপের সন্ধানে’। কর্মশালা শেষে বই প্রেমীদের জন্য আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ‘মনিপুরি লাইব্রেরি’ নামে একটি পাঠাগারের। শুক্রবার দিনব্যাপী স্বরুপের সন্ধ্যানে কর্মশালাটি শ্রীমঙ্গলের রামনগর মনিপুরী পাড়ার একটি রিসোর্টে প্রশিক্ষণ প্রদান ও বক্তব্য রাখেন উদীচী সিলেট শাখার সভাপতি কবি একে শেরাম, কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন কমরেড সৈয়দ আমিরুজ্জামান, প্রাবন্ধিক জুয়েল বিন জহির, দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার সিনিয়র সহকারী সম্পাদক কবি তুহিন তৌহিদ, অনলাইন গনমাধ্যম রাইজিং বিডির সহকারি সম্পাদক সাইফ বরকতুল্লা, কবি ও রাজনৈতিক ভাষ্যকার জাবেদ ভূঁইয়া, কন্ঠ শিল্পী জাদু রিছিল, মনিপুরি লাইব্রেরীর উদ্যোক্তা মাইবাম সাধন প্রমুখ। লাইব্রেরি উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজ ও জাতি গঠনে পাঠাগারের গুরুত্ব সবচেয়ে বেশী। বিশেষ করে ক্ষুদ্র জাতিসত্তার ইতিহাস, সাহিত্য, সংস্কৃতি, সংকট ও সম্ভবনাকে বিকশিত করতে ব্যাপক পাঠ অভ্যাস গড়ে তোলা প্রয়োজন। চারদিকে আদিবাসীরা নানাভাবে নির্যাতনের পরিধি বেড়ে যাওয়ায় তা প্রতিরোধ করতে হলেও জ্ঞানের বিকল্প নেই। মনিপুরি লাইব্ররীর উদ্যোক্তা মাইবাম সাধন গণমাধ্যমকে বলেন, মনিপুরি লাইব্রেরিতে আমরা সব ধরনের বই রেখেছি। তবে মুনিপুরি ভাষার বই এর সংখ্যা একটু বেশী আছে। এখানে এলে মনিপুরিদের ইতিহাসের অনেক তথ্য পাওয়া যাবে। লাইব্রেরিটি প্রতিদিন খোলা রাখা হবে।