• ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

মৌলভীবাজারে “জলবায়ু সমস্যা মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধিতে করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

admin
প্রকাশিত মার্চ ১৪, ২০১৯
মৌলভীবাজারে “জলবায়ু সমস্যা মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধিতে করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

কাইয়ুম সুলতান, মৌলভীবাজার: মৌলভীবাজারে “জলবায়ু সমস্যা মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধিতে করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ ১৪ মার্চ বৃহষ্পতিবার সকাল সাড়ে ১০টায়। খনিজ জ্বালানীর ব্যবহার বন্ধ করুন, পরিবেশের ভারসাম্যতা রক্ষা করুন শ্লোগানকে সামনে রেখে ‘সবুজ আন্দোলন, মৌলভীবাজার জেলা শাখার আহবায়ক, স্থানীয় দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক বকসি ইকবাল আহমদের সভাপতিত্বে ও সদস্যসচিব সাংবাদিক দুরুদ আহমদের পরিচালনায় মৌলভীবাজার প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল বিপিএম, পিপিএম, প্রধান আলোচক ছিলেন সবুজ আন্দোলনের কেন্দ্রীয় চেয়ারম্যান বাপ্পী সরদার, বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার পৌরমেয়র ফজলুর রহমান, মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম, মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান, ইম্পিরিয়াল কলেজের অধ্যক্ষ প্রফেসর মামুনুর রশিদ, মৌলভীবাজার প্রেসক্লাব সভাপতি আব্দুল হামিদ মাহবুব এবং সবুজ আন্দোলননের কেন্দ্রীয় সদস্য ও হবিগঞ্জ জেলা শাখার সমন্বয়কারী ফজলুল হক। বক্তব্য রাখেন মৌলভীবাজার প্রেসক্লাব সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি, জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এডঃ নুরুল ইসলাম শেফুল, সাংবাদিক শ. ই. সরকার জবলু, স্থানীয় সাপ্তাহিক দেশপক্ষ পত্রিকার সম্পাদক মৌসুফ এ চৌধুরী, সাংবাদিক হোসাইন আহমদ, এডঃ হাফিজ আব্দুল আলীম, দূর্জয় ক্লাবের সভাপতি চৌধুরী মোঃ মেরাজ, দূর্ণীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের জেলা সভাপতি মাহমুদুর রহমান, , সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলীম উদ্দিন হালিম, সাংবাদিক মামুনুর রহমান চৌধুরী মসু, শেখ ফয়েজ আলী ও জেলা সাংবাদিক ফোরামের সদস্য আবুল কালাম। আলোচনা সভা শেষে বকসি ইকবাল আহমদকে আহবায়ক ও দুরুদ আহমেদকে সদস্যসচিব করে ৩৫ সদস্যবিশিষ্ট সবুজ আন্দোলনের মৌলভীবাজার জেলা শাখা ঘোষণা করেন সবুজ আন্দোলনের কেন্দ্রীয় চেয়ারম্যান বাপ্পী সরদার।