• ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ , ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

কামরুজ্জামান জুয়েল কে মেয়র হিসেবে দেখতে চায় শ্রীমঙ্গল পৌরবাসী

admin
প্রকাশিত এপ্রিল ১, ২০১৯
কামরুজ্জামান জুয়েল কে মেয়র হিসেবে দেখতে চায় শ্রীমঙ্গল পৌরবাসী

চৌধুরী মোহাম্মদ মেরাজঃ সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রলীগের সাবেক সভাপতি ,বিশিষ্ট সমাজসেবক ও যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি লিডার কামরুজ্জামান জুয়েল কে পৌরসভার মেয়র হিসেবে দেখতে চায় চায়ের রাজধানী নামে খ্যাত শ্রীমঙ্গলের সর্বস্তরের জনগণ। দীর্ঘদিন ধরে যিনি সমাজের নিবেদিত প্রাণ হয়ে রয়েছেন। আজ অবধি, যিনি গরীব-দুঃখী ও মেহনতী মানুষের মুখে হাসি ফোঁটাতে নিরলস সংগ্রাম চালিয়ে যাচ্ছেন । এমনকি প্রবাস জীবনের পরম সুখ,ভোগ-বিলাসিতা ও স্বাচ্ছন্দতা তার শিঁকড় টানের ও ভালবাসার প্রতি কখনোও বাঁধা হয়ে দাঁড়াতে পারেনি। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে বার বার ফিরে আসেন সাত সমুদ্র তের নদীর ওপারের সেই সুখ সাগর থেকে নিজ জন্মস্থানে। বলাই বাহুল্য যে, মহাকবি মাইকেল মধুসূদন দত্তের অনুকরণীয় পথে যিনি সর্বদা অনুরাগী। কৈশোর জীবন থেকেই যিনি সমাজসেবার সেই সপ্নে ব্রত হয়ে একটি সু-শৃঙ্খল ও সমতার সমাজ প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ । ছাত্রজীবনে পড়াশুনার পাশাপাশি সমগ্র শ্রীমঙ্গলবাসীর সুখ ও দুঃখে সর্বদা পাশে রয়েছেন বিশিষ্ট দানবীর ও প্রবাসে বাঙ্গালীদের অধিকার আদায়ের নেতা কামরুজ্জামান জুয়েল । শ্রীমঙ্গল পৌরসভার নির্বাচনের মেয়াদ শেষ হলেও এখনই হচ্ছে না কোন নির্বাচন। এ ব্যাপারে সচেতন নাগরিক সমাজ শ্রীমঙ্গলের আহ্বায়ক আশরাফুল খান রুহেল ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশের একটি সু- খ্যাতি ও পর্যটন নগরী হচ্ছে শ্রীমঙ্গল। কিন্তু বর্তমান শহর জনপ্রতিনিধিদের উদাসীনতার কারণে অবকাঠামোগত বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ডে অনেকটা পিছিয়ে রয়েছে শ্রীমঙ্গল পৌরসভা। তিনি শিগগিরই পৌরসভার নির্বাচনের আশাবাদ ব্যক্ত করেন এবং সর্বদা যিনি পৌরবাসীর পাশে রয়েছেন গরীব দুঃখীদের আস্হাভাজন সেই পরম বন্ধু জালাল উদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান কামরুজ্জামান জুয়েল কে শ্রীমঙ্গল পৌরসভার কাঙ্কিত মেয়র হিসেবে দেখতে চান।