• ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

রাজনগরের গবিন্দপুরে বাড়ির পানি নিস্কাশনের রাস্তা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১২

admin
প্রকাশিত জুন ২, ২০২০
রাজনগরের গবিন্দপুরে বাড়ির পানি নিস্কাশনের রাস্তা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১২

রাজনগর প্রতিনিধিঃ মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের গবিন্দপুর গ্রামে, বাড়ির পানি যাওয়াকে কেন্দ্র করে একই গ্রামের দুই পক্ষের সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ১২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বিলম্বেপ্রাপ্ত খবর ও মামলার এজাহার সুত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৮ মে) গবিন্দপুর গ্রামের আলমাছ মিয়ার মেয়ের সাথে পার্শ্ববর্তী বাগান বাড়ির মালিক মখদ্দছ লন্ডনীর পক্ষের লোকজনের সাথে বাড়ির পানি যাওয়াকে কেন্দ্র করে, কথা কাটাকাটির জের ধরে উভয়পক্ষের লোকজন লাঠিসোঠা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে কমপক্ষে ১২ জন আহত হয়।

এ সময় উভয়পক্ষের লোকজন আহতদেরকে রাজনগর স্বাস্থ্য কমপ্লেক্স সহ মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে ছায়াদ আলীর অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট এম,এ,জি ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। আহত বাকিদের রাজনগর স্বাস্থ্য কমপ্লেক্স সহ মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

এ ব্যাপারে গুরুতর আহত ছায়াদ আলীর মা হাসিনা বেগম বাদী হয়ে গত ২৯ মে শুক্রবার মখদ্দছ লন্ডনীর পক্ষের ১১ জনের নাম উল্যেখ সহ অজ্ঞাত ৫/৬ জনের বিরুদ্ধে রাজনগর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ২০, তারিখঃ ২৯/৫/২০২০ ইংরেজী।

এদিকে মখদ্দছ লন্ডনী দাবী করেন, তাদের পক্ষের ৪/৫ জন লোক আহত হয়েছে, এবং তারাও থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম জানান, তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। আসামী গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।