• ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

মৌলভীবাজারে বিশ্ব বসতি দিবস পালিত

admin
প্রকাশিত অক্টোবর ৫, ২০২০
মৌলভীবাজারে বিশ্ব বসতি দিবস পালিত
 নিজস্ব প্রতিনিধিঃ “সবার জন্য আবাসন: ভবিষ্যতের উন্নত নগর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে বিশ্ব বসতি দিবস পালিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) জুম মিটিংয়ের মাধ্যমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। নগর ও শহর গুলোর বর্তমান অবস্থা তোলে ধরে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গণপূর্ত বিভাগ মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী মোঃ মুমিনুল হক। এছাড়া বক্তব্য রাখেন এলজিইডি মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী আজিম উদ্দীন সরদার, মৌলভীবাজারের সিভিল সার্জন ডাঃ তওহীদ আহমদ, মৌলভীবাজার পৌরসভার মেয়র আলহাজ্ব ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার( সদর সার্কেল) মোঃ জিয়াউর রহমান প্রমুখ। বক্তারা বলেন, সরকারের মূল উদ্দেশ্য সকলের জন্য নিরাপদ আশ্রয়ের মৌলিক অধিকারের প্রতিফলন ঘটানো । বসতি নিয়ে সরকারের বিভিন্ন উদ্যোগের কারণে নগরে বস্তির পরিমাণ দিন দিন কমতেছে। যেখানে ১৯৯০ সালে শতকরা ৮৭.৩ ভাগ লোক বস্তিতে বসবাস করতো, সেখানে ২০১৪ সালের জরিপে তা কমে শতকরা ৫৫.১ ভাগে এসে দাঁড়িয়েছে। বস্তি সমূহে বসবাসকারীদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, সুপেয় পানির ব্যবস্থাসহ অন্যান্য ক্ষেত্রগুলোতে সরকার কাজ করে যাচ্ছে। এছাড়াও সরকার বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাহায্যে বস্তিসহূহের উন্নয়নে প্রকল্প গ্রহণ করেছে।