• ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ , ৯ই রমজান, ১৪৪৫ হিজরি

সরকারি সব পুকুর দখলমুক্ত করে উন্নয়নমূলক কাজের পর জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে- মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এম পি

admin
প্রকাশিত অক্টোবর ৮, ২০২০
সরকারি সব পুকুর দখলমুক্ত করে উন্নয়নমূলক কাজের পর জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে-  মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এম পি
নিজস্ব প্রতিনিধিঃ  সরকারী সব পুকুর ও জলাশয় দখলমুক্ত করে প্রকল্পের মাধ্যমে উন্নয়ন মুলক কাজের পর জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। এরই অংশ হিসেবে মৌলভীবাজার পৌরসভার আওতাধীন সরকারি পুকুরের সংস্কার কাজ শুরু হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অর্থায়নে প্রায় আড়াই কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দীন এ কথা গুলো বলেন। ৮ অক্টোবর (বৃহস্পতিবার) বিকালে পৌরসভা প্রাঙ্গনে পৌরমেয়র আলহাজ্ব ফজলুর রহমানের সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার ফারুক আহমেদ(পিপিএম,বার) প্রমুখ। মন্ত্রী আরো বলেন, যদিও এটি হাতিরঝিলের মতো এতো উন্নত হবে না, তবুও রেলিং ও লাইটিং দিয়ে এটিকে দৃষ্টিনন্দন করা হবে। এক সময় গ্রামের প্রতিটি বাড়িতে একটি বা দুটি পুকুর থাকতো। সরকারি পুকুর গুলোতে সাধারণ মানুষ প্রয়োজনীয় কাজ করতে পারতো। কিন্তু আজকাল পুকুর দেখা যায় না। তাই পানি নিয়ে মানুষের সমস্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।এই সরকার সব সময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করে। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মন্ত্রী প্রয়াত বীর মুক্তিযোদ্ধা,জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আজিজুর রহমানের কবর জিয়ারত করেন।