• ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

শারদীয় দূর্গা পূজোর মহা অষ্টমী আজ।

admin
প্রকাশিত অক্টোবর ১৩, ২০২১
শারদীয় দূর্গা পূজোর মহা অষ্টমী আজ।

শারদীয় দূর্গা পূজোর মহা অষ্টমী আজ

শ্রীমঙ্গল প্রতিনিধি : রোমানা আক্তার

শারদীয় দূর্গা পূজোর মহা অষ্টমী আজ।সংখ্যধনে উলুধনে আর নবপত্রিকার প্রবেশের মধ্য দিয়ে শুরু হয়েছে দেবী দূর্গার আরাধনা। গতকাল থেকেই পূজা মণ্ডপ গুলোতেই দর্শনার্থীদের আগমন শুরু হয়।বেলা বাড়ার সাথে সাথে দর্শনার্থীদের উপস্থিতিতে মণ্ডপগুলো পরিপূর্ণ হয়ে উঠে।
দিনবেপী প্রতিটি মন্দিরে ও বিভিন্ন স্থানে চলে সৎ গ্রন্থাদী পাঠ, ধর্ম সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যায় রংবেরঙের আলোয় আলোকিত করা হয় পূজা মণ্ডপ গুলো।সন্ধ্যার পর বিভিন্ন স্থানে আরোতীয় প্রতিযোগিতা,ধর্মীয় সংগীতানুষ্ঠান,নাটক সহ অন্যান্য ঐতিয্যবাহী অনুষ্ঠান মালার আয়োজন করা হয়েছে।সরকারের নির্দেশমুতাবেক গুরুত্বপূর্ণ প্রতিটি পূজা মণ্ডপের প্রবেশদারে হ্যান্ড স্যানিটাইজার,জীবাণু নাশক স্প্রে ও মাস্ক প্রদান করা হচ্ছে।রাখা হয়েছে তাপমাত্রা মাপার যন্ত্র।মাস্ক বিহীন কোনো দর্শনার্থীদের পূজা মণ্ডপের ভিতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।
এদিকে মৌলভীবাজার,শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নের রঘুনাথপুর আনন্দময় কালীবাড়িতে আজ মহা অষ্টমী তিথিতে অনুষ্ঠিত হয়েছে দেবী দূর্গার কুমারী রূপে পূজা।
করোনা মহামারীর কথা মাথায় রেখে স্বাস্থ্যবিধি মেনে আয়োজন করা হয়েছে এসব কর্মসূচি।