• ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

শ্রীমঙ্গলে ১২টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরণ

admin
প্রকাশিত অক্টোবর ৭, ২০১৮
 ঝলক দত্ত: শ্রীমঙ্গল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ইউনেস্কোর ওয়ার্ল্ডস ডুকুমেন্টারি হেরিটেজ হিসেবে স্বৃকৃতি পাওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট ইউনিয়নের ১২ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য়,৩য়, ৪র্থ শ্রেণীর প্রায় ১২০০ শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। রোববার (৭ অক্টোবর) দুপুরে রাজঘাট ইউনিয়নের চেয়ারম্যান বিজয় বুনার্জীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সাবেক চীফ হুইপ, সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. আছকির মিয়া, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অর্ধেন্দু কুমার দেব প্রমুখ। এসময় ৯৭ নং রাজঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফুসকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিন্দুরখান সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজঘাট লাল টিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিদ্যাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বর্মাছড়া চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়, পুটিয়া ছড়া চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়, টিপরাছড়া চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়, খেজুরী ছড়া চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়, উদনাছড়া চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়, হরিন ছড়া চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে টিফিন বক্স বিতরন করা হয়।