• ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

একাটুনায় বিজয়ের মাসে শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন

admin
প্রকাশিত ডিসেম্বর ৪, ২০১৮
একাটুনায় বিজয়ের মাসে শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন

নিজস্ব প্রতিনিধি : মৌলভীবাজারের একাটুনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে একাটুনা ইউনিয়ন ফাউন্ডেশন ও প্রতিভা মেধা প্রকল্পের অর্থায়নে  ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা দৈনিক মৌমাছি কন্ঠের সম্পাদক মন্ডলীর সভাপতি মোহাম্মদ মকিস মনসুরের  সার্বিক ব্যবস্থাপনায় মঙ্গলবার বিকেলে শহীদ মিনার নির্মাণ কাজ শুরু হয়েছে।

শহীদ মিনার  নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্টানে প্রধান  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য  সৈয়দা সায়রা মহসীন।বৃটেনের কমিউনিটি লিডার ও সাংবাদিক, দৈনিক মৌমাছি কন্ঠের সম্পাদক মন্ডলীর সভাপতি মোহাম্মদ মকিস মনসুরের সভাপতিত্বে উক্ত আনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন- একাটুনা ইউনিয়নের চেয়ারম্যান আবু সুফিয়ান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনকার আহমদ ।

অনুষ্টানে অন্যান্যদের মধ্যে বক্তব রাখেন সৈয়দ মহসীন আলী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সৈয়দা সানজিদা শারমিন, , একাটুনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লাভলী দাস । একাটুনা ইউনিয়ন ফাউন্ডেশনের সভাপতি সিরাজুল ইসলাম ,সাধারণ সম্পাদক সেলিম রেজা তরফদার,টেজারার মুহাম্মদ মুজিব মনসুর ,  স্কুল পরিচালনার সভাপতি মখদ্দুস মিয়া, সিতার আহমেদ, পারভেজ আহমেদ,নানু মিয়া , জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফয়ছল মনসুর প্রমুখ।   প্রধান  অতিথির বক্তবে  সৈয়দা সায়রা মহসীন এমপি এই মহতি কাজে মোহাম্মদ মকিস মনসুর সহ প্রবাস থেকে যারা আর্থিক ভাবে সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে মৌলভীবাজারের উন্নয়নে প্রবাসিদের এগিয়ে আসার আহব্বান জানান ।  উক্ত অনুষ্টানে স্থানীয় এলাকাবাসীসহ বিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ।