• ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

মৌলভীবাজারের কমলগঞ্জে সিআইপিআরবি’র ‘‘বাগান মায়ের জন্য’’ প্রকল্পের আওতায় ত্রৈমাসিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

admin
প্রকাশিত ডিসেম্বর ৮, ২০১৮
মৌলভীবাজারের কমলগঞ্জে সিআইপিআরবি’র ‘‘বাগান মায়ের জন্য’’ প্রকল্পের আওতায় ত্রৈমাসিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

কমলগঞ্জ প্রতিনিধি:  মৌলভীবাজারের কমলগঞ্জে সিআইপিআরবি’র ‘‘বাগান মায়ের জন্য’’ প্রকল্পের আওতায় ত্রৈমাসিক পর্যালোচনা সভা অদ্য ৮/১২/১৮ ইং শনিবার সকাল ১১ঘটিকায় শমসেরনগর চা বাগান হাসপাতালে জেলা সমন্বয়কারী মোঃ আলতাফুর রহমান এর পরিচালনায় ও মেডিক্যাল অফিসার ডা. মোঃ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন উপজেলা সমন্বয়কারী জুয়েল রানা, সহকারী স্বাস্থ্য পরিদর্শক আবুল হোসেন খান, পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ সালা উদ্দিন আহমেদ, পরিবার কল্যাণ সহকারী বীণা রানী বর্মা, প্রকল্পের বাগান সেবিকা ও স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ের কর্মীবৃন্দ। সভায় স্বাস্থ্য বিভাগ, পরিবার পরিকল্পনা বিভাগ, চা বাগানের স্বাস্থ্য বিভাগ ও সিআইপিআরবি এর সমন্বয়ে মাতৃস্বাস্থ্য ও প্রজনন স্বাস্থ্যসেবা কার্যক্রম জোরদারকরনের জন্য বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা করা হয়, গর্ভবতী মায়েদের সেবা নিশ্চিত করার জন্য গর্ভবতী তালিকা নিয়মিতভাবে প্রণয়ণ ও হালনাগাদকরণ, ঝুঁকিপূর্ণ মায়েদের তালিকা হালনাগান করা, পরিবার পরিকল্পনার সেবাগ্রহনকারীদের তথ্য শেয়ারিং এবং অগ্রগতি যাচাই করাসহ স্যাটেলাইট ক্লিনিক চালু করার বিষয়ে উর্ধবতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে কার্যকরী করার সিদ্ধান্ত গৃহিত হয়।