• ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

অবশেষে শপথ নিলেন সৈয়দ রুমেন আলী

admin
প্রকাশিত জুন ৫, ২০১৯
অবশেষে শপথ নিলেন সৈয়দ রুমেন আলী

কাইয়ুম সুলতানঃ মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য নির্বাচনে বিজয়ের প্রায় ৩ বছর পর অবশেষে ২য় বারের মত শপথ নিয়েছেন সৈয়দ রুমেন আলী। গত ০৩ জুন সোমবার দুপুর ১ ঘটিকার সময় শপথ পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা  মোঃ মনিরুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলার ভাইস চেয়ারম্যান হাফিজ আলাউর রহমান টিপু, একাটুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু সুফিয়ান ।উল্লেখ্য যে, গত ৪ জুন ২০১৬ইং নির্বাচনে একাটুনা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ফুটবল মার্কা নিয়ে প্রতিদ্বন্ধিতা করেন সৈয়দ রুমেন আলী। নির্বাচনের ভোট গনণার সময় প্রতিদন্ধী প্রার্থী সমর্থক হট্টগোল সৃষ্টি করলে দায়িত্বরত প্রিজাইডিং অফিসার চাপে পরে প্রতিদ্বন্ধী প্রার্থী আবুল কালাম কে বিজয়ী ঘোষনা করেন। রুমেন আলী এতে প্রতিবাদ করেন এবং পরবর্তীতে ট্রাইবুনালে মামলা করলে বিজ্ঞ আদালত পুনরায় ভোট গনণা করলে রুমেন আলী(ফুটবল) ৩৩২ টি ও আবুল কালাম(তালা) ৩২৪ টি ভোট পান। পরবর্তীতে আবুল কালাম রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করলে বিজ্ঞ আপিল ট্রাইবুনাল দীর্ঘ শুনানী শেষে আবুল কালামের আবেদনটি খারিজ করে সৈয়দ রুমেন আলীকে চুড়ান্ত বিজয়ী ঘোষণা করতে আদালত নির্বাচন কমিশনকে আদেশ দেন। এর প্রেক্ষীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচন কমিশনের ২৩/০৫/২০১৯খ্রিঃ তারিখের ১৭.০০.৫৮৭৪.০৩৫.৪৬.১৪১.১৬(অংশ)-৫১০নম্বর স্মারকের ভিত্তিতে উক্ত শপথ বাক্য পাঠ করান। এ ব্যাপারে শপথ কারী সদস্য সৈয়দ রুমেন আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ৩ বছর পর হলেও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আমি আমার সর্বাত্বক শক্তি দিয়ে  ওয়ার্ডবাসীর সেবা করব।