• ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

মৌলভীবাজারে আবরার হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

admin
প্রকাশিত অক্টোবর ১০, ২০১৯
মৌলভীবাজারে আবরার হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

কাইয়ুম সুলতান,মৌলভীবাজারঃ বুয়েট শিক্ষার্থী আবরার হত্যার প্রতিবাদে মৌলভীবাজারে প্রগতিশীল ছাত্রজোট মৌলভীবাজার জেলা সংসদ বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে। বুধবার ৯ অক্টোবর দুপুরে শহরের চৌমুহনায় প্রগতিশীল ছাত্রজোট এই প্রতিবাদ সমাবেশ করে। ছাত্রজোটের নেতা শুবিনয় শুভ-এর সভাপতিত্বে ও বিশজিৎ নন্দীর সঞ্চলনায় বক্তব্য রাখেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি রেহনুমা রুবাইয়াৎ, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক পিনাক দেব, সুমন কান্তি দাশ, ফাহিম চৌধুরী, সজিবুল ইসলাম তুষার, রাজীব সূত্রধর। সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, সিপিবির সংগঠক জহর লাল দত্ত, বাংলাদেশ প্রগতি লেখক সংঘের সাধারণ সম্পাদক আহমদ আফরোজ, বাসদের রায়হান আনসারি। এসময় বক্তারা বলেন, গেলো দশ বছরে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ত্রিশজনের বেশি মানুষ খুন হয়েছেন। এরমধ্যে এক শিশু এবং দর্জি বিশ্বজিৎ ছাড়া সবাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলো। আর এসব খুনের সাথে যুক্ত ছিলো ছাত্রলীগ, ছাত্রদল এবং ছাত্র শিবির। কিন্তু হত্যাকান্ডের সাথে যুক্ত আসামীদের দৃষ্ঠান্তমূলক শান্তি না হওয়ায় আজকের এই অবস্থা সৃস্টি হয়েছে। এসব রূখতে সব মানুষকে পথে নামতে হবে। নয়তো আজকে আবরার কালকে আমি এই নৃসংশতার শিকার হতে পারি। শেষে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়।