• ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

পিঁয়াজের বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

admin
প্রকাশিত নভেম্বর ১৬, ২০১৯
পিঁয়াজের বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

??????

মৌলভীবাজারের সদর উপজেলার পশ্চিমবাজার, পুরাতন হাসপাতাল রোড, টিসি মার্কেট ও তার আশপাশের এলাকার বিভিন্ন স্থানে পিঁয়াজের খুচরা এবং পাইকারি বাজারে ন্যায্য মূল্যে পিঁয়াজ বিক্রির লক্ষ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে মূল্য তালিকা থেকে অতিরিক্ত দামে পিঁয়াজ বিক্রয় করার অপরাধে পশ্চিমবাজারে অবস্থিত  মেসার্স সালাউদ্দিন ষ্টোরকে ১ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। শনিবার ১৬ নভেম্বর সকাল ১০ টা থেকে ২ টা পর্যন্ত ভোক্তা অধিকার অধিদপ্তরের এই অভিযান চলমান ছিল। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন সদর মডেল থানার পুলিশ ফোর্স ।