• ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

মৌলভীবাজারে নারী ও কিশোরী সমাবেশ

admin
প্রকাশিত নভেম্বর ২৫, ২০১৯
মৌলভীবাজারে নারী ও কিশোরী সমাবেশ

নিজস্ব প্রতিনিধি: মৌলভীবাজার জেলা তথ্য অফিসের আয়োজনে গ্রামীন জনগোষ্ঠির উন্নয়ন প্রচার প্রকল্পের আওতায় “সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ ”শীর্ষক নারী ও কিশোরী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৫ নভেম্বর সোমবার মৌলভীবাজার জাতীয় মহিলা সংস্থা অডিটরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত জেলা নির্র্বাহী ম্যজিস্ট্রেট তানিয়া সুলতানা এর সভাপতিত্বে এবং রেডিও পল্লী কন্ঠের সিনিয়র ষ্টেশন ম্যানেজার মেহেদী হাসানের পরিচালনায় নারী সমাবেশে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার- ০৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার ফারুক আহমেদ, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান বেগম রোকেয়া চৌধুরী, নাট্যকার খালেদ চৌধুরী, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব। স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মো: আব্দুস সাত্তার।

নারীদের মধ্যে বক্তব্য রাখেন সুলতান চৌধুরী ,আফিয়া শাহনাজ,রোকিয়া আক্তার প্রমুখ। সমাবেশ জেলার তিন শতাধিক শিক্ষিত নারী ও কিশোরী অংশ গ্রহন করে। বক্তারা কিশোরী স্বাস্থ্য,প্রজনন সাস্থ্য, শিশু ও মাতু মুত্যু রোধ ও প্রধান মন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগের উপর সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বারোপ করেন।