• ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

শাহ মোস্তফা একাডেমির উদ্যোগে পি.ই.সি. ও জেএসসি সংবর্ধনা এবং বই উৎসব অনুষ্ঠিত

admin
প্রকাশিত জানুয়ারি ৭, ২০২০
শাহ মোস্তফা একাডেমির উদ্যোগে পি.ই.সি. ও জেএসসি সংবর্ধনা এবং বই উৎসব অনুষ্ঠিত

শহর প্রতিনিধি: মৌলভীবাজার শহরের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান শাহ মোস্তফা একাডেমির উদ্যোগে পি.ই.সি. ও জেএসসি সংবর্ধনা এবং বই উৎসব ১লা জানুয়ারি সকাল ১০টায় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। একাডেমির প্রিন্সিপাল মোঃ ইয়ামীর আলীর সভাপতিত্বে এবং একাডেমির শিক্ষক ইনামুল হক ইমনের উপস্থাপনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির চেয়ারম্যান ডাঃ সৈয়দ আফসার মাহমুদ। অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দ আছাব আলী, জয়নাল আবেদীন খান,সৈয়দ সাদেক আলী এবং সৈয়দ বাবর আলী।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের শ্রেণি শিক্ষক নিলুফা ইয়াসমিন ও সৈয়দা উম্মে কাওছার নাদিয়া । পি.ই.সি. এ প্লাস প্রাপ্ত ছাত্রী কানিজ তায়েবা আলম, জেএসসিতে উত্তীর্ণ ছাত্রী তাসনিম হোসেন জেরিন বক্তব্য রাখেন। ইসলামি সংগিত পরিবেশন করে পি.এ.সি. তে উত্তীর্ণ সানিয়া আক্তার মুন্নি।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করে খালিলুর রাহমান তাওহিদ।

প্রধান অতিথি পি.ই.সি. তে A+ প্রাপ্ত ছাত্রীসহ উত্তীর্ণ সকল ছাত্র-ছাত্রীদের অভিনন্দন জনান এবং তাদের হাতে ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছাত্র-ছাত্রীর হাতে নতুন বই তুলে বই বিতরন উৎসবের উদ্ভোধন করেন।