• ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

মৌলভীবাজারে কিশোরীদের সমাবেশ ও মেলা অনুষ্ঠিত

admin
প্রকাশিত জানুয়ারি ৮, ২০২০
মৌলভীবাজারে কিশোরীদের সমাবেশ ও মেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশে অপুষ্টির চক্র প্রতিরোধে একটি প্রয়াস, খাদ্যের কথা ভাবলে পুষ্টি কথা আগে,এই লক্ষ্যে কর্ম সংস্থান তৈরীতে মৌলভীবাজার সদর উপজেলা কিশোরীদের সমাবেশ ও মেলা অনুষ্ঠিত হয়েছে।
৬ জানুয়ারী সোমবার মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ হল রুমে সিএনআরএস- সুচনা কর্মসুচি মৌলভীবাজার সদর উপজেলার আয়োজনে দিন ব্যাপী কিশোরীদের সমাবেশ ও মেলা কর্মসুচির আনুষ্ঠানিক উদ্ভোধন করেন হবিগঞ্জ -মৌলভীবাজার আসনের (সংরক্ষিত) সংসদ সদস্য সৈয়দা জহুরা আলাউদ্দিন।
মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলামে সভাপতিত্বে এবং সুচনা গর্ভন্যান্স অফিসার ওয়াহিদুজ্জামান এর পরিচালনায় কিশোরী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল হোসেন,সদর যুব উন্নয়ন কর্মকর্তা জসীমউদ্দিন,একাটুনা ইউপি চেয়ারম্যান আবু ছুফিয়ান,কনকপুর ইউপি চেয়ারম্যান রেজাউর রহমান চৌধুরী,নাজিরাবাদ ইউপি,চেয়ারম্যান এনামূল হক রাজা। বক্তব্য রাখেন সেইভ দ্য চিলড্রেন জেলা প্রতিনিধি কাজি আলম, প্রেগ্রাম অফিসার (্এডভোকেসি) শারমিন সুলতানা,সুচনা কর্মসুচি মৌলভীবাজার সদর উপজেলা ব্যবস্থাপক আবু আসলাম,পুষ্টি বিষয়ক অফিসার আলতাফুর রহমান, সুচনা গর্ভন্যান্স অফিসার ওয়াহিদুজ্জামান প্রমুখ।
সুচনা প্রকল্পের আওতায় নানা উন্নয়ন প্রকল্পে দক্ষ জনশক্তি তৈরী করে তাদের কর্মসংস্থান সৃষ্টি করার লক্ষ্যে জেলার কিশোরী সমাবেশ ও মেলায় বিভিন্ন ধরনের ৮টি ষ্টল মেলায় অংশ গ্রহন করে। কিশোরী সমাবেশে সদর উপজেলার প্রায় ৪০০ শতাধিক কিশোরী অংশ নেয়।