• ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

রেডিও পল্লীকণ্ঠের আয়োজনে ‘কিশোরীদের ক্ষমতায়ন: অধিকার ও নায্যতা সমুন্নতকরণ’ বিষয়ে আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

admin
প্রকাশিত মার্চ ৭, ২০২০
রেডিও পল্লীকণ্ঠের আয়োজনে ‘কিশোরীদের ক্ষমতায়ন: অধিকার ও নায্যতা সমুন্নতকরণ’ বিষয়ে আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: “কিশোরীদের ক্ষমতায়ন: অধিকার ও নায্যতা সমুন্নতকরণ” এই বিষয় নিয়ে এবং “ প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ০৮ মার্চ আন্তজার্তিক নারী দিবস উপলক্ষে ব্র্যাক, রেডিও পল্লীকন্ঠ ও গনসাক্ষরতা অভিযানের আয়োজনে ৫ই মার্চ বৃহষ্পতিবার রেডিও পল্লীকণ্ঠের সভাকক্ষে আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রেডিও পল্লীকন্ঠের সিনিয়র ষ্টেশন ম্যানেজার মো: মেহেদি হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ, আলী আমজাদ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পূর্ণা রায় ভৌমিক, মৌলভীবাজার জেলা তথ্য অফিসার আব্দুস সাত্তার, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব, মৌলভীবাজার পৌরসভার কাউন্সিলর শ্যামলী দাস পুরকায়স্থ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের মৌলভীবাজার জেলা সভাপতি বেলাল তালুকদার, হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা মাধুরী মজুমদার, প্রথম আলো পত্রিকার জেলা প্রতিনিধি আকমল হোসেন নিপু, দেওয়ান মোনাকিব চৌধুরী, রেডিও পল্লীকন্ঠের প্রোগ্রাম প্রযোজক আল -আমীনসহ রেডিও পল্লীকন্ঠের সকল প্রযোজকবৃন্দ । এছাড়াও বিভিন্ন গ্রামের নারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি রেডিও পল্লীকণ্ঠের স্টুডিও ও ফেইজবুক পেইজ (www.facebook.com/radiopollikontho) থেকে সরাসরি সম্প্রচার করা হয়।