• ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

মৌলভীবাজারে অতিরিক্ত দাম নেওয়ায় ব্যবসায়ীকে জরিমানা

admin
প্রকাশিত মার্চ ২০, ২০২০
মৌলভীবাজারে অতিরিক্ত দাম নেওয়ায়  ব্যবসায়ীকে জরিমানা

 নিজস্ব প্রতিনিধি ঃ মৌলভীবাজার পৌরসভা এলাকার পশ্চিমবাজার,কাচাবাজার ,চাঁদনীঘাট ব্রিজ এলাকা,টিসি মার্কেট এলাকায় ব্যবসায়ীদের বিরুদ্ধে অতরিক্ত মূল্যে পণ্য বিক্রির অভিযোগে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করেন। এই সময়ে পাইকারী ও খুচরা মূল্যের তফাত পর্যালোচনা করা হয় এবং অতিরিক্ত দামে পণ্য বিক্রয়ের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর অধীনে মোট ১০০০০ টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনার সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল  জিয়াউর রহমান, মৌলভীবাজার মডেল থানা অফিসার ইনচার্জ আলমগীর হোসেন সহ পুলিশ সদস্যবৃন্দ এবং বণিক সমিতির সদস্যগণ। মোবাইল কোর্ট পরিচালনা কালে টিসি মার্কেটের রুবেল ষ্টোর এর মালিক সঞ্জিত দাস,তারাপদ ষ্টোরের মালিক তারাপদ দত্ত,চাঁদনীঘাট এলাকায় ব্যবসায়ী হাজী মহিউদ্দিন, সুহেল আহমদ, শহিদ আহমদ কে অতিরক্ত মূল্যে পণ্য বিক্রয়ের অভিযোগের সতত্যা পেয়ে মোট ৫ জন ব্যবসায়ীকে জরিমান আরোপ করেন এবং অন্যান্যদের ন্যায্য মূল্যে পণ্য বিক্রয়ের জন্য অনুরোধ করেন।