• ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন অব মৌলভীবাজার এর পক্ষ থেকে ৫ শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা প্রদান

admin
প্রকাশিত মে ২২, ২০২০
ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন অব মৌলভীবাজার এর পক্ষ থেকে ৫ শতাধিক  পরিবারকে খাদ্য  সহায়তা প্রদান

নিজস্ব  প্রতিনিধিঃ  বিশ্বকে থমকে দেওয়া  করোনা ভাইরাস আজ পৃথিবীর সকল প্রান্তে ছড়িয়ে পড়েছে। প্রাণঘাতী এ ভাইরাস  আমাদের প্রিয় বাংলাদেশে ও হানা দিয়ে কেড়ে নিচ্ছে অনেক প্রাণ।  ছিন্নভিন্ন করছে  অর্থনীতির চাকা। বন্ধ   কলকারখানা, বিভিন্ন প্রতিষ্ঠান। কর্মী ছাটাই। বাড়ছে  বেকারত্বের হার। যারা একসময় পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন, নিরুপায় বসে থাকতে হয় তাদের ! এমন করুণ পরিস্থিতিতে  মৌলভীবাজার জেলার  প্রবাসীদের অবস্থাও শোচনীয় পর্যায়ে। তবুও উদ্ভূত পরিস্থিতিতে মানবিক কারণে প্রবাসে মৌলভীবাজার জেলা বাসীর প্রিয় সংগঠন ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন অব মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলার  কয়েকটি এতিমখানা সহ প্রায় ৫ শতাধিক  পরিবারকে খাদ্য  সহায়তা প্রদান করা হয়েছে গত ৫ ই মে থেকে শুরু হয়ে অদ্যাবধি পর্যন্ত এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন অব মৌলভীবাজার (আই এফ এম) এর প্রতিষ্ঠাতা ও এডমিন যুক্তরাষ্ট্র প্রবাসী নজরুল হক ও মঞ্জুর চৌধুরী জগলুল সহ অন্যান্য এডমিনদের মানবিক  আহবানে প্রবাসীরা সাড়া দিয়ে এই খাদ্য সামগ্রী বিতরণে সহযোগিতা করেন।