• ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

জনসমাগমে ধূমপান নিয়ন্ত্রণে মৌলভীবাজার জেলা প্রশাসনের মোবাইল কোর্ট

admin
প্রকাশিত অক্টোবর ৫, ২০২০
জনসমাগমে ধূমপান নিয়ন্ত্রণে মৌলভীবাজার জেলা প্রশাসনের মোবাইল কোর্ট
নিজস্ব প্রতিনিধিঃ জনসমাগমে ধুমপান নিয়ন্ত্রণে মৌলভীবাজার জেলা প্রশাসন এর পক্ষ মোবাইল কোর্ট পরিচালনা করে অর্থ দন্ড ও আদায় করা হয়। ৫ ই অক্টোবর সোমবার বিকেলে জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানার নির্দেশনায় উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান ও আসমা উল হুসনা। সদর উপজেলার সরকার বাজার এলাকায় এ অভিযান চালিয়ে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ এর ৪ ধারা (পাবলিক প্লেসে ধূমপান করার অপরাধে) এবং অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ এর ৩ এর ২ (গ) ধারায় ৭ জন ব্যাক্তিকে পৃথক ৭ টি মামলায় ৮৭০০/= টাকা অর্থদন্ড আরোপ ও আদায় করা হয়।