• ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

বঙ্গবন্ধু সমবায়ের মাধ্যমে সারাদেশে কৃষি বিপ্লব ঘটাতে চেয়ে ছিলেন -সংসদ সদস্য নেছার আহমদ

admin
প্রকাশিত নভেম্বর ৬, ২০২১
বঙ্গবন্ধু সমবায়ের মাধ্যমে সারাদেশে কৃষি বিপ্লব ঘটাতে চেয়ে ছিলেন -সংসদ সদস্য নেছার আহমদ

মৌলভীবাজার প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু সমবায়ের মাধ্যমে সারাদেশে কৃষি বিপ্লব ঘটাতে চেয়ে ছিলেন। ৫০ তম জাতীয় সমবায় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ একথাগুলো বলেন। তিনি আরো বলেন সমবায় একটি শক্তিশালী মাধ্যম, একটি জাতিকে একটি দেশকে এগিয়ে নিতে সমবায় অত্যন্ত কার্যকর মাধ্যম হিসেবে ভুমিকা রাখে। কৃষক-শ্রমিক মেহনতি মানুষের সাথে সরকারের সেতুবন্ধন তৈরিতে সমবায় এর বিকল্প নেই, সেই দৃষ্টিকোণ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমবায় কে প্রাধান্য দিয়ে অগ্রসর হয়েছেন। ‘বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৬ নভেম্বর শনিবার সকাল ১১ ঘটিকায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর সভাপতিত্বে ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার হবিগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের মাননীয় সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন,মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জিয়াউর রহমান,আঞ্চলিক সমবায় ইন্সটিটিউট মৌলভীবাজার এর অধ্যক্ষ মোঃ দুলাল মিয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় কর্মকর্তা মোঃ রহিম উদ্দিন তালুকদার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট সমবায়ী বেলাল তালুকদার, সৈয়দ সাইফুর রহমান, রিংকু চক্রবর্তী, বিধান চন্দ্র দাস, মাসুকুর রহমান প্রমুখ। অনুষ্ঠান শেষে মৌলভীবাজারে শ্রেষ্ঠ সমবায়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।