• ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ , ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

মৌলভীবাজার জেলা প্রশাসন এর আয়োজনে ভুক্তা অধিকার আইন অবহিত করন সেমিনার অনুষ্ঠিত

admin
প্রকাশিত নভেম্বর ৩০, ২০২১
মৌলভীবাজার জেলা প্রশাসন এর আয়োজনে ভুক্তা অধিকার আইন অবহিত করন সেমিনার অনুষ্ঠিত

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারে জেলা প্রশাসনের আয়োজনে ভোক্তা অধিকার সংরক্ষিত আইন ২০০৯ অবহিত করণ ও বাস্তবায়ন উপলক্ষে সেমিনার২০২১ অনুষ্ঠিত হয়েছে। ৩০ শে নভেম্বর ( মঙ্গলবার) সকাল ১১ ঘটিকায় জেলা প্রশাসন এর সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা এর সভাপতিত্বে ও মৌলভীবাজার ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আল আমিন এর সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুজাহিদ আহমদ, এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও দৈনিক বাংলার দিন সম্পাদক বকশী ইকবাল আহমদ, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল, ঔষধ প্রশাসনের সহকারি পরিচালক সিরাজুম মুনিরা জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তর কর্মকর্তা, অনলাইন প্রেস ক্লাবের উপদেষ্টা ও দৈনিক সকালের সময় এর প্রতিনিধি জিতু তালুকদার, সিনিয়র আইনজীবী এডভোকেট আব্দুল মতিন চৌধুরী, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম মৌলভীবাজার জেলা শাখার সভাপতি বেলাল তালুকদার ,অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ চৌধুরী সুমন সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ হোটেল ব্যবসায়ী বৃন্দ, ফার্মেসি, বেকারি, মুদি ব্যবসায়ী বৃন্দ উপস্থিত উপস্থিত ছিলেন।