• ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ , ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

মৌলভীবাজারে ভোক্তা অধিকার আইন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

admin
প্রকাশিত জুন ১৫, ২০১৮

স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারে ভোক্তা অধিকার আইন অধিকতর প্রচারের লক্ষ্যে ভোক্তা অধিকার আইন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে গত ১১ জুন সোমবার। জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলামের সভাপতিত্বে ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আল-আমিনের সঞ্চালনায় সার্কিট হাউজের মুন হলে
সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত এ ভোক্তা অধিকার আইন বিষয়ক সেমিনারে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, জেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি বেগম সৈয়দা জোহরা আলাউদ্দিন, মৌলভীবাজার প্রেসক্লাব সভাপতি আব্দুল হামিদ মাহবুব, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি, জেলা ক্যাব সভাপতি এডভোকেট আবু তাহের, দৈনিক প্রথম আলো জেলা প্রতিনিধি আকমল হোসেন নিপু, দৈনিক বাংলার দিন সম্পাদক বকসী ইকবাল আহমদ, সরকারী-বেসরকারী চাকরিজীবী ও বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন ভোক্তা অধিকার আইন এবং অধিদপ্তরের কার্যক্রম সম্পর্কে ব্যাপক আলোচনা করেন। সহকারী পরিচালক ভোক্তা অধিকার বিরোধী কাজ হলে ভোক্তা অধিকার অধিদপ্তরে অভিযোগ করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান। সেমিনারের সভাপতি জেলা প্রশাসক সকলকে আইনের প্রতি শ্রদ্ধা রেখে ব্যবসা করার অনুরোধ জানিয়ে, এবারের রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য ব্যবসায়ীবৃন্দসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।