প্রয়াত সমাজ কল্যাণ মন্ত্রী’র ছোট ভাই সৈয়দ লিয়াকত আলী মৌলভীবাজার- ৩ আসনে আওয়ামীলীগের মনোনয়ন ফরম জমা দিলেন

বিশেষ প্রতিনিধি : প্রয়াত সমাজ কল্যাণ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসীন আলীর ছোট ভাই সৈয়দ লিয়াকত আলী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মৌলভীবাজার রাজনগর ৩ আসনের আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ফরম জমা দিলেন ।
মৌলভীবাজার-৩ সংসদীয় আসনটি মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলা নিয়ে গঠিত। মৌলভীবাজার সদর উপজেলায় ১২টি ইউনিয়ন ও রাজনগর উপজেলায় ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত মৌলভীবাজার-৩ আসন। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৪৭ হাজার ৯০০ ভোট। তারমধ্যে নারী ভোটার ১ লাখ ৭৩ হাজার ৫০০ ভোট।
যদিও এবার মনোনয়ন ফর্মের মূল্য ২৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করা হয়েছে তারপরও তার কোন প্রভাব পড়েনি মনোনয়ন ফরম বিক্রিতে । ফরম জমা দেয়াকে কেন্দ্র করে মৌলভীবাজার ও রাজনগরবাসীর কাছে দোয়া চেয়েছেন এ নেতা। এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক তৃণমূলের কয়েক নেতার কাছে জানতে চাইলে তারা বলেন , সৈয়দ লিয়াকত আলী হচ্ছেন প্রয়াত সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী’র ছোট ভাই, মনোনয়ন তিনি চাইতেই পারেন ।