‘বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন’ মৌলভীবাজারের দিনব্যাপী জীবন দক্ষতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

শাহনেওয়াজ চৌধুরী সুমন : জেলার গাইডস হাউজে ১২ ডিসেম্বর সকালে ‘বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন’ মৌলভীবাজার জেলা কর্তৃক রেঞ্জার ও গাইডদের নিয়ে ‘জীবন দক্ষতামূলক প্রশিক্ষণ কর্মশালা’র বিশেষ আয়োজন করা হয় । এতে উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মোঃ আজিজুর রহমান ।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে উদ্ভোধনী অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয় । ‘বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন’ মৌলভীবাজার জেলার সাধারণ সম্পাদক মাধুরী মজুমদার এর সঞ্চালনায় ‘বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন’ সিলেট অঞ্চলের প্রক্তন কমিশনার নূর জাহান সোয়ারা অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন । এছাড়া হবিগঞ্জ থেকে আগত অতিথি ২০১৮ সালের সেরা গাইডার স্বীকৃতি প্রাপ্ত পূর্ণিমা তালুকার সবার উদ্দেশ্যে তার অনুভূতি প্রকাশ করেন । নারীদের নিরাপত্তা ও ঝুঁকি মোকাবেলা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেন মৌলভীবাজার ফায়ার সার্ভিস এর ষ্টেশন অফিসার , ট্রেইনার জালাল । উক্ত উদ্ভোধনী অনুষ্ঠানের বিশেষ অতিথি জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান হাসান আহমদ জাভেদ গাইডসদের উদ্দেশ্যে চমৎকার দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন । বিশেষ অতিথির বক্তব্যের পরপরই উদ্ভোধনী অনুষ্ঠানের সভাপতি, জেলা গার্ল গাইডস এসোসিয়েশন এর কমিশনার জোস্না রহমান প্রধান অতিথিকে ব্যাজ পরিয়ে দেন । প্রধান অতিথির তাৎপর্যপূর্ণ মনোমগ্ধকর বক্তব্যে মুক্তিযুদ্ধের গল্প,দেশপ্রেম ও মানুষ হওয়ার তাগীদ রেঞ্জার ও গাইডসহ সকল অতিথির নজর কাড়ে । পরিশেষে প্রধান অতিথি সকলকে সম্মিলিতভাবে শ্লোগান আকারে একটি শপথ পাঠ করান “আমরা সবাই, মানুষ হব” । প্রধান অতিথির বক্তব্য শেষে উদ্ভোধনী অনুষ্ঠানের সভাপতি জেলা গার্ল গাইডস এসোসিয়েশন এর কমিশনার জোস্না রহমান এর বক্তব্যের মাধ্যমে প্রথম পর্বের সমাপ্তি ঘটে ।
‘বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন’ মৌলভীবাজার জেলা কর্তৃক রেঞ্জার ও গাইডদের নিয়ে ‘জীবন দক্ষতামূলক প্রশিক্ষণ কর্মশালা’র ২য় পর্বে জেলার রেঞ্জার ও গাইডদের ফায়ার সার্ভিস অফিসার্স কর্তৃক দিনব্যাপী ‘অগ্নি নির্বাপন ও ভূমিকম্প মোকাবেলা বিষয়ক বিশেষ প্রশিক্ষণ দেয়া হয়’ । প্রশিক্ষণ শেষে মধ্যাহ্ন ভোজ পর আয়োজিত সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহঃ জেলা শিক্ষা কর্মকর্তা জনাব মোঃ ময়নুল হক । দিনব্যাপী উক্ত আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাক এর জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব, গাইডারদের মধ্যে উপস্থিত ছিলেন নাজমা আক্তার, দিপালী বিশ্বাস, মোহিতা বেগম ও সৈয়দা ইসমাত আরা চৌধুরী । প্রিন্ট ও অনলাইন মিডিয়ার পক্ষ থেকে সাপ্তাহিক দেশপক্ষের বার্তা সম্পাদক ও দৈনিক ‘বাংলাদেশের খবর’ এর জেলা প্রতিনিধি বেলাল তালুকদার এবং অনলাইন নিউজ পোর্টাল ‘ওপেন আই ডট কম’ এর বার্তা সম্পাদক ও সাপ্তাহিক ‘অর্থকাল’ এর জেলা প্রতিনিধি শাহনেওয়াজ চৌধুরী সুমন । পরিশেষে ‘বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন’ সিলেট অঞ্চলের প্রক্তন কমিশনার নূর জাহান সোয়ারার সমাপণী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপণী ঘোষণা করা হয় ।