মৌলভীবাজারে ১১তম গ্রেড বাস্তবায়নের দাবীতে সহকারি শিক্ষকদের মানববন্ধন

মার্চ ১৪ ২০১৯, ২০:০১

কাইয়ুম সুলতানঃ সহকারি শিক্ষককের বেতন নির্ধারণ, বৈষম্য নিরসন ও ১১তম গ্রেড বাস্তবায়নের দাবীতে বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকাল ৩ঘটিকার সময় মৌলভীবাজার প্রেসক্লাব মোড়ে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি(রেজি নং:১২০৬৮), মৌলভীবাজারের আয়োজনে মানববন্ধন অনুষ্টিত হয়।”বঙ্গবন্ধুর সোনার বাংলায় বৈষ্যমের ঠাই নাই, ১১তম গ্রেড চাই”এই স্লোগানে মৌলভীবাজার প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির মানব বন্ধনে সভাপতিত্ব করেন সহকারি শিক্ষক মৌলভীবাজার সদর সভাপতি কবির আহমেদ তালুকদার ওসঞ্চালনায় ছিলেন সাধারন সম্পাদক এবায়দুল হক। এতে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক রবেন্দ্র বিজয় দাশ, মো: আলী হোসেন, শরীফ উদ্দীন, সদর উদ্দীন, নাজনীন চৌধুরী এলিন, তাসনিম চৌধুরী বিথী, মসরুর আহমদ, ময়জুল হক প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন, মৌলভীবাজার সদর উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির অন্যান্য শিক্ষকবৃন্দ।

 

মানববন্ধন চলাকালীন সময়ে শিক্ষকরা তাদের বক্তব্য বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নির্বাচনী ইশতেহারে ঘোষনা দিয়ে ছিলেন সহকারী শিক্ষকদের বেতন ভাতা ১১তম গ্রেডে উন্নীত করা হবে।
অধ্যবদী উক্ত প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় শিক্ষকেরা আর্থিক ভাবে মানবেতর দিন যাপন করছে।

প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি শিশুদের প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে প্রাথমিক শিক্ষকদের ভূমিকাই উল্লেখযোগ্য। শিশুদের শিক্ষা অর্জনে আমাদের ভূমিকাই বেশি প্রাধান্য পায়। আমাদের দাবী ও আপনার ইশতেহারের লক্ষ্য উদ্দেশ্য দ্রুত বাস্তবায়ীত হবে বলে আমরা আশাবাদী। তাহলেই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে প্রাথমিক শিক্ষকরাই ভূমিকা রাখবে।