মৌলভীবাজারে প্রবাসী সমাজকল্যাণ পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

মে ২৯ ২০১৯, ২০:২৬

কাইয়ুম সুলতানঃ মৌলভীবাজারে প্রবাসী সমাজকল্যাণ পরিষদ(পি এস পি)-এর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৯ শে মে বুধবার ৫ ঘটিকায় শহরের একটি অভিজাত রেস্তোরায়  প্রবাসী সমাজকল্যাণ পরিষদ(পি এস পি)-এর বাংলাদেশ প্রতিনিধি শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে এবং সমাজকর্মী ও সংগঠক তাজুল ইসলাম চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও দৈনিক বাংলার দিন সম্পাদক বকশি ইকবাল আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও  ইউ এন বির জেলা প্রতিনিধি এ্যাডভোকেট নুরুল ইসলাম শেফুল, দৈনিক সকালের সময়-এর জেলা প্রতিনিধি ও অনলাইন প্রেস ক্লাবের যুগ্ম আহব্বায়ক জিতু তালুকদার, বোরহান উদ্দিন(রঃ) ইসলামী সোসাইটির চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব, মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের দপ্তর সম্পাদক ও সাপ্তাহিক জনপ্রত্যাশা এর নির্বাহী সম্পাদক বেলাল তালুকদার। এছাড়াও উপস্থিত ছিলেন সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমদ,  পি এস পির সদস্য নাজমুল হোসেন, আব্দুল মুকিত, হেলাল আহমদ, সুহেল আহমদ প্রমুখ। আলোচনা শেষে বিদেশে অবস্থানরত সকল প্রবাসী, দেশের জনগনের শান্তি ও অগ্রগতি কামনা করে মোনাজাত পরিচালনা করেন গন্ডেহরি জামে মসজিদের ইমাম ক্বারী জাহাঙ্গীর আলম।