ইসলামী শিক্ষার আলো ছড়াচ্ছে সাধুহাটী ফজলুল হাসান ক্যাডেট মাদ্রাসা

নিজস্ব প্রতিনিধি: মৌলভীবাজার জেলার সদর উপজেলার সাধুহাটী গ্রামে অবস্থিত সাধুহাটী ফজলুল হাসান ক্যাডেট মাদ্রাসা প্রতিনিয়ত ইসলামী শিক্ষার আলো ছড়াচ্ছে। শহর থেকে প্রায় ২৫ কিলো মিটার দূরে নিভৃত পল্লীতে গড়ে উঠেছে এ মানুষ গড়ার কারখানা। ৩৫ শতক ভূমির উপরে নজরুল হক, ছয়দুল হক ও নিয়ামুল হকের ঐকান্তিক প্রচেষ্টায় ২০১৫ সালের জানুয়ারী মাসে পারিবারিকভাবে গড়ে উঠা এ প্রতিষ্ঠানটি এখন অত্র এলাকার আশা আকাংক্ষার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। প্রতিষ্টাকালীন সময়ে নার্সারী থেকে ৩য় শ্রেণী পর্যন্ত ৬০ জন শিক্ষার্থী থাকলেও বর্তমানে নার্সারী থেকে ৬ষ্ট শ্রেণী পর্যন্ত প্রায় দুই শতাধিক শিক্ষার্থী রয়েছে। প্রতিটি শ্রেণীতে মেধাবী শিক্ষার্থীদের জন্য রয়েছে বৃত্তির ব্যবস্থা। প্রায় ৬০ভাগ ছাত্রী থাকায় প্রতিষ্ঠানটি নারীশিক্ষায় বিশেষ অবদান রাখছে। চারজন শিক্ষিকাসহ মোট দশজন শিক্ষকমন্ডলীর প্ররিশ্রমের ফসল হিসেবে প্রতিষ্ঠার পর থেকে ফলাফলেও শিক্ষার্থীরা আশানুরোপ ভালো করছে। এবছরও পঞ্চম শ্রেণীতে ১২জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে এ গ্রেডে শতভাগ পাশ করে। তন্মধ্যে ৩ জন শিক্ষার্থী সাধারণ বৃত্তি পেয়েছে। মেধার সাক্ষর রাখলেও প্রতিষ্ঠানটিতে রয়েছে নানাবিধ সমস্যা। শ্রেণীকক্ষ সংকটসহ শিক্ষকদের বেতন চাহিদার তুলনায় অপ্রতুল। অধিকাংশ শিক্ষার্থীরা গরিব ও নিম্নবিত্ত পরিবারের থাকায় বিনা বেতনে অধ্যয়ন করছে। এতে প্রতিষ্টানটি আর্থিক সংকটে দিনাতিপাত করছে। ইসলামী শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় উজ্জীবিত আলো ছড়ানো এ প্রতিষ্ঠানের প্রতি বিত্তবান শিক্ষানুরাগীদের সুদৃষ্টি থাকলে মৌলভীবাজার জেলায় আলোকিত মানুষ গড়ার সুযোগ্য বিদ্যাপীঠ হিসেবে অবদান রাখবে বলে এলাকাবাসী আশাবাদী।