মৌলভীবাজারে মেম্বার কাপ কাবাডি মেগা ফাইনাল অনুষ্ঠিত

জিতু তালুকদার: মৌলভীবাজার সদর উপজেলার ২নং মনুমূখ ইউনিয়নের শাহ ইমরান সাজু মেম্বার ২য় মেম্বার কাবাডি টুর্নামেন্টের মেগা ফাইনাল খেলা ১৮ জানুয়ারী সোমবার রাতে স্থানীয় বাউরভাগ মাঠে
অনুষ্ঠিত হয়।
খেলায় মনুমুখ কাবাডি একাডেমির ২৬-১৯ পয়েন্ট ব্যবধানে করিমপুর দলকে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব মিছবাহুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২নং মনুমূখ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হক সেফুল, ৬নং একাটুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক গাজী মারুফ,বিসিবির কোচ রাসেল আহমেদ,মনুমূখ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মতিউর রহমান লেফাছ ,সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মসুদ, এমদাদুল হক ঝুনু, গাজী কামাল,দিলদার মিয়াসহ ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ ও অত্র এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
উক্ত ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, শাহ ইমরান আহমদ সাজু সদস্য মনুমুখ ইউনিয়ন পরিষদ। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন মনুমুখ কাবাডি একাডেমীর মোশারফ। আয়োজিত ফাইনাল খেলায় বাংলাদেশ জাতীয় কাবাডি দলের খেলোয়াড়গন অংশগ্রণ করেছেন।
টুর্নামেন্টে মোট ২৪ টি দল অংশগ্রণ করে।