অগ্রণী ব্যাংক এর পক্ষ থেকে রাজনগর বঙ্গবন্ধু কর্ণারে বই হস্থান্তর

অগ্রণী ব্যাংক এর পক্ষ থেকে রাজনগর বঙ্গবন্ধু কর্ণারে বই হস্থান্তর
জিতু তালুকদার: মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায়, বঙ্গবন্ধু কর্ণার ও মুক্তিযুদ্ধ পাঠাগারে-হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর উপর লিখিত শতাধিক বই প্রদান করেন মৌলভীবাজারের কৃতি সন্তান, বঙ্গবন্ধু কর্ণারের নন্দিত উদ্ভাবক, অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম এর পক্ষ থেকে ১৯ জুলাই সোমবার রাজনগর উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পাল এর নিকট হস্থান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক মোঃ আব্দুল লতিফ, প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর সহকারী ব্যবস্থাপনা পরিচালক সানাউল ইসলাম সুয়েজ। রাজনগর উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পাল অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম এর প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তিনি সহ দেশে দেশে সকল আক্রান্তদের আশু আরোগ্য কামনা করেন।