শ্রীমঙ্গলে গাড়ির চাকায় পিষ্ট হয়ে অজগর সাপের মৃত্যু

শ্রীমঙ্গল প্রতিনিধি: শ্রীমঙ্গলের লাউয়াছড়া জাতীয় উদ্যানের বন থেকে খাবারের সন্ধ্যানে লোকালয়ে বেড়িয়ে আসা একটি অজগর সাপ গাড়ির চাকায় পৃষ্ট হয়ে মারা যায়।
২৭ আগস্ট শুক্রবার সকালে মৌলভীবাজার রোডের বন্ধন কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে এটি রাতে পার্শবর্তী লাউয়াছড়া বন থেকে বেরিয়ে সড়কে চলে এসেছিল।
বাংলাদেশ বণ্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, প্রতিনিয়তই খাবারের সন্ধানে বিভিন্ন বন্যপ্রাণী লোকালয়ে ছোটে আসে। কোন সময় মানুষের হাতে আটক হয়। আবার কোন কোন সময় মানুষ না বুঝে প্রাণী হত্যা করে। অনেক প্রাণী রাস্তা পেরোতে গিয়ে যাবাহনের নিচে পড়ে মারা যায়। আজকেও এই অজগর সাপটি খাবারের সন্ধানে হয়ত লোকালয়ে বেড়িয়ে এসেছিল। দূর্ভাগ্য অজগরটি গাড়ির চাকায় পৃষ্ট হয়ে মারা গেল। এভাবে প্রায় সময় প্রাণীগুলো মরছে। বিষয়টি খুবই দু:খজনক।