মৌলভীবাজার নদী পারাপারের সময় নদিতে পরে বৃদ্ধের মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার শহরের প্রাণ কেন্দ্রে পৌর খেয়াঘাটে বাঁশের সাঁকো পার হয়ে বাড়ি যাওয়ার পথে সাঁকোতে পা পিছলে মনু নদীতে পড়ে নিখোঁজ হন চন্দন রায় (৫৫) নামে এক বৃদ্ধ, অনেক খুঁজাখুঁজি করে পাওয়া যায়নি তাকে। গত শনিবার রাত ৯ টার দিকে এ ঘটনাটি ঘটে।
নিখোঁজ হওয়ার ৯ ঘন্টা পর
আজ রোববার সকাল ৮ টার দিকে মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।
স্থানীয়রা জানান,নিত্যদিনে মতো যাতায়াত করার সময় এভাবে প্রতি বছর দুর্ঘটনা ঘটে এ খেয়াঘাটে, একটি ব্রীজের জন্য আর কত মৃত্যু দেখতে হবে জানিনা।
মৌলভীবাজার মডেল থানার ওসি তদন্ত মোঃ মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেন।