চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানকে আদালত স্বীকৃতির জন্য পুরুস্কার প্রদান

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এর- সমূহে কর্মরত বিচারকদের মধ্যে ২০২২ সনে সর্বোচ্চ মামলা নিষ্পত্তির জন্য, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এম. মিজবাহ উর রহমান কে ও আদালতের কার্যক্রমের সার্বিক অবদানের স্বীকৃতির জন্য সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান কে পুরুস্কার প্রদান করা হয়। ৮ জানুয়ারি (রোববার) সংশ্লিষ্টদের হাতে পুরুস্কার তুলে দেন জেলার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহম্মদ আলী আহসান।
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহম্মদ আলী আহসান উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্য বলেন, আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা ও সাধারণ জনগণের ন্যায় বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করা সহ বিচারপ্রার্থী জনগণকে উত্তম সেবা প্রদানের মাধ্যমে দ্রুততম সময়ে মামলা নিষ্পত্তি করার লক্ষ্যে কাজ করার আহবান জানান।