• ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

নাহার খাসি পান পুঞ্জি পরিদর্শন করলেন ককাস কমিটির প্রতিনিধি দল

admin
প্রকাশিত জুলাই ২৩, ২০১৮

জাবেদ ভূঁইয়া: আদিবাসী বিষয়ক সংসদীয় ককাস কমিটি একটি প্রতিনিধি দল গত রবিবার বিকালে নাহার খাসি পান পুঞ্জি পরিদর্শন করেছেন এবং গতকাল সোমবার মৌলভীবাজার সার্কিট হাউজে এক মত বিনিময় সভা করেছেন।
নাহার খাসি পান পুঞ্জি পরির্দশনকালে তারা ক্ষতিগ্রস্ত খাসি জনগোষ্ঠীর লোকজনের সাথে কথা বলেন ও অভিযোগ শুনেন।
এ সময় প্রতিনিধি দলের প্রধান কবি কাজি রুজি এমপি বলেন – আপনাদের ভূমির লড়াই আপনাদের স্বীকৃতি দ্রুত নিস্পত্তি হবে, সামনে জাতীয় নির্বাচন তাই একটু ধৈর্যধারণ করতে হবে, মনে রাখবেন এ দেশে কাদের মোল্লারও ফাঁসি হয়েছে,এদেরও বিচার হবে।
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল ( জাসদ) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান এমপি বলেন- হাজার বছরের বাঙালির সংস্কৃতির সৌন্দর্য হচ্ছেন আপনারা,আর তা কেউ বিনষ্ট করতে চাইলে বরদাশত করা হবে না। মুক্তিযুদ্ধের সংগ্রামের মাধ্যমে গড়ে তোলা বাংলাদেশে বহুজাতিক চা বাগান মালিকদের লালসার শিকার আপনাদের হতে দেয়া হবে না।
অধ্যাপক মেজবাহ কামালের সঞ্চালনায় এতে কথা বলেন
ককাসের ফেরদৌস জান্নাত, শ্রীমঙ্গল উপজেলা ভূমি নিবার্হী কর্মকর্তা মো: আশফাকুল ইসলাম, জাতীয় মানব অধিকারের কর্মকর্তা সুস্মিতা পাই, নাহার খাসি পানপুঞ্জি- ১ এর হেডম্যান ডিবারমিন পতাম, নাহার খাসি পানপুঞ্জি – ২ এর হেডম্যান ফেরলি সুরং,ফাদার যোসেফ প্রমুখ।