• ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ , ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

মৌলভীবাজার পর্যটন খাতের উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে আইজিপি প্রিজনের সাথে মতবিনিময়…

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৮, ২০১৮


নিজস্ব প্রতিবেদক
:মৌলভীবাজারের পর্যটন খাতের উন্নয়ন তথা মৌলভীবাজারের শমশেরনগরে অবস্হিত বিমান ঘাঁটি থেকে পূনরায় আভ্যন্তরীন ফ্লাইট চালুর যৌক্তিকতা নিয়ে আইজিপি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেকার উদ্দিন আহমদের সাথে মতবিনিময় করেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জেলা সাংবাদিক ফোরামের সভাপতি দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক বকসী ইকবাল আহমদ ও সাংবাদিক-মানবাধিকারকর্মী ও দুর্জয় ক্লাবের সভাপতি চৌধুরী মোহাম্মদ মেরাজ ।এসময় উপস্হিত ছিলেন সমাজসেবক ও ছাত্রনেতা বাবেল আহমদ, বিশিষ্ট ক্রিড়া ব্যক্তিত্ব ও মৌলভীবাজার জেলা কাবাডি কোচ এ.কে.এম আকলু সহ অন্যান্যরা।এতে মৌলভীবাজারের আন্তর্জাতিক মানের রিসোর্ট গ্র্যান্ড সুলতান,দুসাই,রাঙাউটি,সুইচ ভেলী সহ বিভিন্ন রিসোর্টে ভ্রমণ পিপাসুদের আগমন ও দেশের দ্বিতীয় চায়ের নিলাম কেন্দ্র শ্রীমঙ্গলে স্হাপিত হওয়ায় বায়ারদের নিত্য নৈমত্তিক যোগাযোগ এবং ইউরোপ-আমেরিকা,মধ্যপ্রাচ্য সহ অন্যান্য দেশে বসবাসরত প্রবাসীদের সহজতর যাতায়াত এবং নিরাপত্তার স্বার্থে এবং প্রায় তিরান্নব্বইটি চা বাগানের মালিক ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের আগমনের যৌক্তিকতা তুলে ধরে মতবিনিময় করা হয়। ঐসব বিষয়ের প্রতি জেলা ও দেশের জনমানুষের সুবিধার্থে এবং উন্নয়নের স্বার্থে আইজিপি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন আহমদ ঐক্যমত পোষণ করেন ও সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন ।