• ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

শেখ হাসিনার ১০টি উদ্যোগ ও টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) নিয়ে মৌলভীবাজারে উন্নয়ন মেলায় আলোচনা

admin
প্রকাশিত অক্টোবর ৫, ২০১৮

এস.এম.সাব্বির: শেখ হাসিনার ১০টি উদ্যোগ ও টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) নিয়ে মৌলভীবাজারে উন্নয়ন মেলার দ্বিতীয় দিনে এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ‘উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা উপলক্ষ্যে সরকারি ও বেসরকারি বিভিন্ন সেবা প্রতিষ্ঠানের অংশগ্রহনে মেলার দ্বিতীয় দিনে উন্নয়ন মেলা প্রাঙ্গণে জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলামের সভাপতিত্বে ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ জসীম উদ্দিন মাসুদ এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চিফ হুইপ ও জাতীয় সংসদের সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি।

বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ারুল হক, সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হুসনে আরা ওয়াহিদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মসুদ আহমদ, মৌলভীবাজার ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক মোঃ সিরাজুল ইসলাম, টাউন কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ও জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মুফতি শামছুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথি মেধা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন।

আলোচনা অনুষ্ঠান শেষে স্থানীয় বিভিন্ন সংগঠনের শিল্পীবৃন্দের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।