• ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

লংলা আধুনিক ডিগ্রী কলেজের চার তলা ভবনের উদ্বোধন

admin
প্রকাশিত অক্টোবর ৭, ২০১৮

আবুল হায়দার তরিক:  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উন্নয়ন কর্মসূচী ও শিক্ষা সম্প্রসারণের লক্ষে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার লংলা আধুনিক ডিগ্রী কলেজে ৪ তলা বিশিষ্ট ভবনের উদ্বোধন সম্পন্ন হয়েছে। ৬ অক্টোবর শনিবার কুলাউড়া উপজেলার রবিরবাজার এলাকার একমাত্র উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান লংলা আধুনিক ডিগ্রি কলেজে ২ কোটি ৪৬ লক্ষ টাকা ব্যয়ে নব নির্মিত ৪ তলা বিশিষ্ট আইসিটি ভবনের উদ্বোধন করেন মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সাংসদ বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মতিন এমপি। সে উপলক্ষে কলেজ মিলনায়তনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমানের সভাপতিত্বে ও সমরেশ দাস রায় এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক নজমুল হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংসদ মোঃ আব্দুল মতিন এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাউৎগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল জামাল, পৃথিমপাশা ইউপি চেয়ারম্যান নবাব আলী বাকর খান, কর্মধা ইউপি চেয়ারম্যান এম এ রহমান আতিক, পৃথিমপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মান্নান, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মোঃ পারভেজ ইমন, কলেজ পরিচালনা কমিটির সদস্য মোঃ নজিব আলী, কলেজের ভূমি দাতা সদস্য হরিপদ দাস, পৃথিমপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মনাফ, রাউৎগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আকবর আলী সোহাগ, পৃথিমপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ময়নুল ইসলাম পংকি, প্রভাষক গোলাপ মিয়া, মাজহারুল ইসলাম, কুলাউড়া রিপোর্টারস ইউনিটের সভাপতি সৈয়দ আশফাক তানভীর, সাংবাদিক হাসান আল মাহমুদ রাজু। শিক্ষার্থীদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিএসএস শিক্ষার্থী এম. এ আহাদ। উদ্বোধনী অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মুনাজাত করেন রবিরবাজার সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল জব্বার। আলোচনা শেষে প্রধান অতিথি সাংসদ মোঃ আব্দুল মতিন এমপির হাতে সম্মাননা স্মারক তুলে দেন কলেজের সকল শিক্ষকবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন কলেজের সহকারী অধ্যাপক নাজমাবানু, শাহনাজ বাহার, প্রভাষক মোঃ হানিফ, হেলাল খান, মোঃ আতিকুজ্জামান, আকতার হোসেন, খালেদ আহমদ,কলেজের শিক্ষার্থীবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।