• ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

উন্নয়ন মেলার সমাপণী দিনে বক্তরা : শিক্ষা ও মানব সেবায় শেখ হাসিনার বিকল্প নেই

admin
প্রকাশিত অক্টোবর ৭, ২০১৮

শাহনেওয়াজ চৌধুরী সুমন:  জেলা প্রশাসনের আয়োজনে ‘উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলার সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
গত ৬ অক্টোবর সারা দেশের ন্যায় মৌলভীবাজারে জেলা প্রশাসনের আয়োজনে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তিনদিন ব্যাপি উন্য়ন মেলার সমাপনী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজকের আলোচ্য বিষয় ছিলো- শিক্ষিতজাতি সমৃদ্ধদেশ, শেখ হাসিনার বাংলাদেশ। শ্রমও কর্ম সংস্থান মন্ত্রণালয়ের সচিব বেগম আফরোজা খানের সভাপতিত্বে ও জসিম উদ্দিন সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের মাননীয় হুইপ মোঃ শাহাব উদ্দিন এম.পি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রনালয়ের যুগ্মসচিব ডঃ মোঃ আমিনুর রহমান, মৌলভীবাজারের জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ, মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিসবাউর রহমান, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক ও মৌলভীবাজার চেম্বার অব কমার্সের সভাপতি মোঃ কামাল হোসেন প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষা ও মানব সেবায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিকল্প নেই। তিনি প্রাথমিক শিক্ষাকে জাতীয়করনসহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরন করেছেন। আজ কোথাও কোন ক্ষুদার্থ মানুষ নেই। এখন আর ভিক্ষুক খুঁজে পাওয়া যায় না। বড়লেখাকে আমরা ভিক্ষুকমুক্ত ঘোষনা করেছি। অচিরেই আমরা মৌলভীব্জাার জেলাকে ভিক্ষুকমুক্ত বলে ঘোষণা করবো।
আলোচ্য বিষয়ের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ ড. মোঃ ফজলুল আলী। আলোচনা শেষে বিজয়ী স্টলগুলোর মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। এ ছাড়াও শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে দশজন রোগীকে আর্থিক সহযোগিতা করা হয়।
এর আগে গত ৪ অক্টোবর বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম এর নেতৃত্বে শোভাযাত্রাটি জেলা কালেক্টরেট ভবনের সম্মুখ থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে উন্নয়ন মেলা প্রাঙ্গণে জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেটের বিভাগীয় কমিশনার মেছবাহ উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সিলেট বিভাগ) মতিউর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল, জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান প্রমুখ। প্রবন্ধ উপস্থাপন করেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ জসীম উদ্দিন মাসুদ।

উন্নয়ন মেলায় আঞ্চলিক পাসপোর্ট অফিস, মৌলভীবাজার পৌরসভা, স্থানীয় সরকার প্রকৌশলী বিভাগ, জেলা সমবায় অধিদপ্তর, প্রথমিক শিক্ষা বিভাগ, বিআরটিএ মৌলভীবাজার, মহিলা অধিদপ্তর, জেলা কারাগার, খাদ্য সংস্থা, আঞ্চলিক কৃষি গবেষণা ইন্সিটিটিউট, ভোক্তা অধিকার, চা গবেষণা ইন্সটিটিউটসহ ১১২টি স্টল স্থান পেয়েছে। এছাড়া এই মেলায় ১০টি শ্রমিক পরিবারে আর্থিক অনুদান প্রদান করা হবে।
এছাড়া পর্যটনের উপর মেলায় একটি ডকুমেন্টারী প্রদর্শন করা হবে এবং সমাপনী দিনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪ অক্টোবর বৃহস্পতিবার গণভবন থেকে এক যোগে সারাদেশে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলার উদ্বোধন করেন।