• ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

মৌলভীবাজারে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

admin
প্রকাশিত ডিসেম্বর ৫, ২০১৮
মৌলভীবাজারে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

শাহনেওয়াজ চৌধুরী সুমন :  ‘নারীর কথা শুনবে বিশ্ব, কমলা রঙের নতুন দৃশ্য’ এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজার মহিলা সংস্থার কার্যালয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে কর্মসূচীর উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে ৫ ডিসেম্বর বুধবার বিকেল আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে নারী নেত্রী বেগম নুরজাহান সোয়ারার সভাপতিত্বে ও রেডিও পল্লীকন্ঠের ম্যানেজার মেহেদী হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোঃ শাহজালাল, মহিলা বিষয়ক কর্মকর্তা সাহেদা আক্তার, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান রোকেয়া চৌধুরী, সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশেদা বেগম , নাট্যকার খালেদ চৌধুরী। এছাড়াও উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, ও সংস্থার কর্মকর্তা বৃন্দ। আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেলায় ‘ম‌েরী ষ্টোপস’ ও গার্ল গাইডসসহ  বিভিন্ন প্রতিষ্ঠানের ৭টি স্টল বসে।