• ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

admin
প্রকাশিত জানুয়ারি ৫, ২০১৯
নবনির্বাচিত সংসদ সদস্যদের  শপথ গ্রহণ অনুষ্ঠিত

ওপেন আই ডেস্ক : বৃহস্পতিবার (৩ জানুয়ারি) বেলা ১১টার পর জাতীয় সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করানোর মাধ্যমে শপথ নিয়েছেন শেখ হাসিনাসহ নবনির্বাচিত সংসদ সদস্যরা ।   এর পূর্বে সংসদ সদস্য ও স্পিকার হিসেবে শপথ পাঠ করেন শিরীন শারমিন চৌধুরী।  সংসদ সদস্যদের শপথগ্রহণ পরিচালনা করেন জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান।

গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় ঐক্যফন্টের সাথে নির্বাচনে বিশাল ব্যবধানে জয়লাভ করে ।সব দলের অংশগ্রহণে এবারের নির্বাচনে  একক সংখ্যাগরিষ্ঠতার দিক দিয়ে আওয়ামী লীগ রেকর্ড গড়ে।

২৯৮টি আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন মঙ্গলবার (১ জানুয়ারি) গেজেট প্রকাশ করে। সংবিধানের ১৪৮ (২ক) অনুচ্ছেদ অনুযায়ী গেজেট প্রকাশের তিনদিনের মধ্যে নির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণের বাধ্যবাধকতা রয়েছে। এই প্রেক্ষাপটে আওয়ামীলীগসহ মহাজোটভুক্ত দলের এমপিরা শপথ নিলেও শপথ নেননি বিএনপিসহ ঐক্যফ্রন্টের সাত এমপি। ধারণা করা হচ্ছে এ সপ্তাহের শেষ নাগাদ নতুন মন্ত্রী পরিষদ গঠিত হতে যাচ্ছে । এ প্রসংঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন আগামী ১০ জানুয়ারির আগেই নতুন সরকার গঠন হবে ।