• ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সামাজিক বনায়নের গাছ কেটে অবৈধভাবে দখলের অভিযোগ

admin
প্রকাশিত জুন ১২, ২০১৯
সামাজিক বনায়নের গাছ কেটে অবৈধভাবে দখলের অভিযোগ

কাইয়ুম সুলতানঃ ঢাকা-সিলেট রোডে কামালপুর ইউনিয়নস্ত উত্তর গয়ঘর এলাকায় সড়ক বিভাগের লীজকৃত ভূমিতে সামাজিক বনায়নের আওতায় লাগানো গাছ কেটে দোকান কোটা নির্মাণ করে জবর দখলের অভিযোগ উঠেছে স্থানীয় কুদ্দুস মিয়ার বিরুদ্ধে। অভিযুক্ত কুদ্দুস মিয়া গয়ঘর গ্রামের সুরুজ মিয়ার পুত্র। আবেদন ও স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার গয়ঘর(চর গাও) গ্রামের মৃত মুসলিম মিয়ার পুত্র মজম্মিল হক সড়ক ও জনপদ বিভাগাধীন মিরপুর-শ্রীমঙ্গল-মৌলভীবাজার-শেরপুর সড়কের ৫১তম ও ৫২তম কিঃ মিঃ মৌজা কনকপুর যে এল নং ৬২ , মৌজা গয়ঘর যে এল নং ৬৩ ও মৌজা আব্দাল পুর যে এল নং ৫০ সড়কের উভয় পাশে ২.৩৬ একর (কমবেশি) ভূমিতে বৃক্ষরোপণ ও শতকরা ৫০ ভাগ অংশীদারিত্বের ভিত্তিতে লীজ নিয়ে চুক্তি সম্পাদন করেন। চুক্তির তারিখ ১১-০৬-২০১২ইংরেজি। এরই প্রেক্ষিতে সামাজিক বনায়নের উদ্দেশ্যে মজম্মিল হক ও তার পরিবার গাছ লাগান। গত ৯ই জুন ২০১৯ইং তারিখে সকাল ৮ ঘটিকায় প্রকাশ্যে দলবলসহ জোরপূর্বক  বনায়নের গাছ কেটে মাটি ভরাট করে দোকান কোটা নির্মাণ করেন। উক্ত ঘটনায় মজম্মিল হকের নাতী মিজানুর রহমান গত ১০ই জুন উক্ত ঘটনার প্রতিকার চেয়ে সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী বরাবর লিখিত আবেদন করেন। এ ব্যাপারে কদ্দুস মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি ঘর নির্মাণের বিষয়টি স্বীকার করলেও গাছ কাটার কথাটি অস্বীকার করেন।