• ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

মৌলভীবাজারের বহুজাতিক পন্য মেলায় অব্যবস্থাপনা ও নৈরাজ্যের অভিযোগ, মেয়াদ শেষ তবুও চলছে!

admin
প্রকাশিত অক্টোবর ২৯, ২০১৯
মৌলভীবাজারের বহুজাতিক পন্য মেলায় অব্যবস্থাপনা ও নৈরাজ্যের অভিযোগ, মেয়াদ শেষ তবুও চলছে!

নিজস্ব প্রতিনিধিঃ মৌলভীবাজারের বহুজাতিক পন্য মেলায় আয়োজকদের বিরুদ্ধে অব্যবস্থাপনা ও নৈরাজ্যের অভিযোগ করছেন মেলায় আগত ব্যবসায়ী ও ক্রেতারা। অতিরিক্ত ভাড়া ও পর্যাপ্ত নিরাপত্তার অভাবে মহিলা উদ্দ্যোক্তারা ব্যবসা করতে পারছেন না। সরেজমিনে অনুসন্ধানে জানা যায়, বহুজাতিক পন্য মেলা ২০১৯ নামে মাসব্যাপী এই মেলার আয়োজন করে সিলেটের শাপলা উন্নয়ন সমিতি। ৫০টি স্টলের এ মেলা ০১ অক্টোবর হতে শুরু হয়ে ২৮শে অক্টোবর শেষ হওয়ার কথা থাকলেও অদৃশ্য শক্তির ইশারায় এখনও চলছে। নাম প্রকাশে অনিচ্ছুক ব্যবসায়ীরা এ প্রতিবেদককে জানান, ৯/১২ বর্গফুটের প্রতিটি স্টলের ভাড়া দৈনিক ৮০০শত থেকে ১৫০০শত টাকা নেওয়া হয়। বিদ্যু চলে গেলে জেনারটর দিতে কর্তৃপক্ষ কালক্ষেপণ করে। এতে অনেক মালামাল চুরি হয়। মেলায় আসা নাম প্রকাশে অনিচ্ছুক এক তরুণী জানান,উপযুক্ত নিরাপত্তা কর্মী না থাকার কারণে আমরা ইভটিজিংয়ের স্বীকার হচ্ছি। অনুসন্ধান কালে মেলার আয়োজক সংগটনের কোন সদস্যকে মেলায় মাঠে না পেয়ে শাপলা মহিলা উন্নয়ন সমিতির সভাপতি হোসনে আরা খানমের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, মেলার সময় বর্ধিত করা হয়েছে। ইভটিজিং বা ভাড়ার ব্যাপারে তিনি কোন অভিযোগ শুনেন নি। কোন অভিযোগ পেলে ব্যাবস্থা নিবেন। এ ব্যাপারে জেলা প্রশাসক নাজিয়া শিরিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান , সময় বর্ধিত করার আবেদন আসলেও শিক্ষার্থীদের কথা বিবেচনা করে সময় বর্ধিত করা হয় নি। মালামাল সরিয়ে নেওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছে। প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।