• ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

মৌলভীবাজারে নাসিব এর ৫ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

admin
প্রকাশিত নভেম্বর ১২, ২০১৯
মৌলভীবাজারে নাসিব এর ৫ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

কাইয়ুম সুলতান: জাতীয় ক্ষুদ্র কুঠির শিল্প সমিতি বাংলাদেশ (নাসিব) ও এস এমই ফাউন্ডেশন এর যৌথ আয়োজনে উদ্যোক্তা উন্নয়ন ও ব্যাংক উপযোগি ব্যবসা পরিকল্পনা প্রণয়ন শীর্ষক ৫ দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। ১২ নভেম্বর মঙ্গলবার সকাল ১১টায় মহিলা সংস্থা অডিটোরিয়ামে এ কর্মশালার উদ্বোধন করা হয়। নাসিব মৌলভীবাজার জেলা শাখার সভাপতি বকসি ইকবাল আহমদ এর সভাপতিত্বে ও নাসিব মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক শেকুল ইসলাম তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, সোনালী ব্যাংক মৌলভীবাজার প্রিন্সিপাল শাখার উপ-ব্যবস্থাপক দুলন কান্তি চক্রবর্তী, অগ্রনী ব্যাংকের ডিজিএম মাহমুদ রেজা, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো: মিজানুর রহমান, মৌলভীবাজার শিল্প সহায়ক কেন্দ্র( বিসিক) এর উপ-পরিচালক রফিকুল ইসলাম খাঁন, মৌলভীবাজার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আল-আমিন, মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি আবদুল হামিদ মাহবুব।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নুরুল ইসলাম শেফুল, নাসিব জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মাহমুদুর রহমান, দীপ্ত নিউজের সম্পাদক দুরুদ আহমদ, দৈনিক মানবকন্ঠের জেলা প্রতিনিধি বেলাল তালুকদার, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান রাহেল প্রমুখ। প্রশিক্ষনে প্রায় ৩০ জন উদ্যোক্তা অংশ গ্রহন করেন।