• ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

৩য় বিভাগ ক্রিকেট লীগে হাড্ডা হাড্ডি লড়াই করে হেরে গেল ইয়ং বয়েজ

admin
প্রকাশিত নভেম্বর ১৬, ২০১৯
৩য় বিভাগ ক্রিকেট লীগে হাড্ডা হাড্ডি লড়াই করে হেরে গেল ইয়ং বয়েজ

 রুমান মজুমদার: দুই দলের ডু অর ডাই ম্যাচ। জিতলেই সেমি ফাইনাল হারলে বিদায় এমন সমীকরন নিয়ে টসে জয়লাভ করে ইয়ং বয়েজ কে ব্যাটিং এর আমন্ত্রন জানায় টুর্নামেন্ট এর অন্যতম ফেভারিট দল ইউনিটি ক্লাব। শিশির ভাজা উইকেট কে কাজে লাগিয়ে উইনিটির পেসার আল আমিন আর জগলু মাত্র ৫ রানে ইয়ং বয়েজ ক্লাবের দুই অপেনার মান্না আর শুভ কে প্যাভিলিয়ন ফেরত পাঠান ১৩ রানে মহসীন কে রানআউট করেন তানজি শুরুর সেই ধাক্কা সামাল দেন শুভ আর ইমন ৪০ রানের পার্টনারশিপ করে। দলিয় ৫৩ রানে মোহন এর বলে এলবিডব্লুউ হয়ে ১৫ রান করা ইমন ফিরলে অভিজ্ঞ জাহিদ ক্রিজে আসেন কিন্তু শুভ এর সাথে ভুলবুঝা বুঝিতে ৬৫ রানে জাহিদ আর আবার ও ভুল বুঝা বুঝিতে ৭৬ রানে চমৎকার ব্যাটিং করতে থাকা শুভ ৪১ রান করে রান আউট হলে ম্যাচ টা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় উইনিটি ক্লাব। শেষ দিকে মাহবুব এর ১৭ রানে ১১৬ রানের টার্গেট পায় উইনিটি ক্লাব। আল আমিন ২১ রানে আর রিপন ২৬ রানে ২ টি করে উইকেট লাভ করেন। ১১৬ রানের সহজ লক্ষ্যে খেলতে নেমে ১২ রানে ১ম উইকেট হারায় ইউনিটি ক্লাব। ২৬ রানে জিলু তুহিন কে বোল্ড করলে পরের অভারেই কাওছার রাজু কে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন আর নিজের দ্বিতীয় অভারে জিলু ইউনিটি ক্লাবের তানজি কে এলবিডব্লিউর এর ফাঁদে ফেললে ২৮ রানে ৪ উইকেট খুইয়ে বিপদে পড়ে যায় উইনিটি ক্লাব। অন্যপ্রান্তে সেট হওয়া নাইম কে দলিয় ৩৮ রানে জাহিদ এর হাতে ক্যাচ বানিয়ে ম্যাচ নিজেদের দিকে নিয়ে যান লেফট আর্ম স্পিনার কাওছার। ৩৮ রানে ৫ উইকেট হারিয়ে হারার শংকায় পড়ে যায় উইনিটি ক্লাব। স্ট্যাম্পিং এর জোড়ালো আবেদন আম্পায়ার নাকচ করে দিলে হাত খুলে খেলতে শুরু করেন রিপন আর তাকে যোগ্য সংগ দেন মান্না। মান্না আর রিপন এর ৫৩ রানের পার্টনারশিপ এ আবারও ম্যাচে ফেরে উইনিটি ক্লাব। দলিয় ৯১ রানে ৪২ রান করে সাকিবের বলে ডিপ মিডউইকেট এ কাওছার এর হাতে ক্যাচ দিয়ে ফিরেন রিপন আর ১০৩ রানে মান্না কে আউট করলেও আহত হয়ে বাহিরে থাকা ইউনুস মাঠে নেমে ২৬ রানে অপরাজিত থেকে দলের সেমিফাইনাল নিশ্চিত করে মাঠ ছাড়েন। ইয়ং বয়েজ ক্লাবের হয়ে জিলু ১০ অভারে ১৫ রান দিয়ে ২ উইকেট লাভ করেন। সাকিব আর কাওছার ও নেন ২টি করে উইকেট। ২ উইকেট এর সাথে ৪২ রান করা রিপন হন ম্যান অব দ্যা ম্যাচ।